ইন্ডিয়ান চ্যালেঞ্জার বাইকটি সুপার ডিজাইন এবং বেশ স্টাইলিশের সাথে আসছে। এই বাইকটি হবে হাই বাজেটের একটি বাইক। চলতি মাসেই লঞ্চ হতে চলেছে এই বাইকটি। অত্যাধুনিক প্রযুক্তির সাথে তৈরি করা হচ্ছে এই বাইকটি। চলুন দেখে আসা যাক এই বাইকটির স্পেসিফিকেশন।
ইন্ডিয়ান চ্যালেঞ্জার বাইকটির বডি টাইপ হবে অ্যাডভেঞ্চার টুরার বাইক, ক্রুইজার বাইক। ইঞ্জিন টাইপ হবে লিকুইড কুলড ভি টুইন পাওয়ার প্লাস ইঞ্জিন এবং ইঞ্জিনটি হবে ১৭৬৯ সি সি। উক্ত বাইকটির সর্ব্বোচ্চ পাওয়ার হবে ১২২.৫ পি এস ৫৫০০ আর পি এম এবং সর্ব্বোচ্চ টর্ক হবে ১৭৮ এন এম ৩৮০০ আর পি এম। সেলফ এর মাধ্যমে চালু করতে হবে উক্ত বাইকটি। এবং দেওয়া হবে ৬ টি গিয়ার। উক্ত বাইকটির বোর হবে ১০৮ মিলিমিটার, স্ট্রোকঃ ৯৫.৫ মিলিমিটার, এমিসন্ টাইপ বি এস৬, স্পিডোমিটার, টেকোমিটার, কন্সোল, ক্লক হবে ডিজিটাল। সামনে এবং পেছনের ব্রেক হবে ডিস্ক। এছাড়া এই বাইকটির লেংথঃ ২৫০০.৭ মিলিমিটার, উইডথঃ ৯৯০.২ মিলিমিটার, হাইটঃ ১৪২৮.৫ মিলিমিটার, ফুয়েল ক্যাপাসিটি ২২.৭ লিটার, স্যাডল হাইটঃ ৬৭২ মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্সঃ ১৩৭.৩ মিলিমিটার, হুইলবেজঃ ১৬৬৭.৮ মিলিমিটার এবং বাইকটির ওজন হবে মাত্র ৩৭৭ কেজি। ইন্ডিয়ান চ্যালেঞ্জার বাইকটির দেওয়া হয়েছে টিউবলেস টায়ার যার সাইজ হবে ফ্রন্টঃ ১৩০/৬০-১৯ , রিয়ারঃ ১৮০/৬০-১৬। এবং হুইল সাইজ হবে ফ্রন্টঃ ৪৮২.৬ মিলিমিটার, রিয়ারঃ ৪০৬.৪ মিলিমিটার, ফ্রন্ট ব্রেক ডায়ামিটারঃ ৩২০ মিলিমিটার, রিয়ার ব্রেক ডায়ামিটারঃ ২৯৮ মিলিমিটার। এই বাইকটির হেড লাইট, টেইল লাইট, ইন্ডিকেটর হবে এল ই ডি।
ইন্ডিয়ান চ্যালেঞ্জার বাইকটির মূল্যঃ
এই বাইকটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী ৩৯.৯৯ লক্ষ রুপী।