বেনেলি বাইকের বেশ কয়েকটি বাইক আমাদের মাঝে আসতে চলেছে। সামনের মাসে অনেক গুলো এই কোম্পানীর বাইক লঞ্চ হতে চলেছে। আজকে আমরা আলোচনা করব বেনেলি টি এন টি ৩০০ এ বি এস বি এস ৬ বাইকটি নিয়ে। মার্চ মাসের ১০ তারিখে লঞ্চ হতে চলেছে এই বাইকটি। চলেছে মার্চ মাসের ৯ তারিখে। একনজরে দেখে নেওয়া যাক এই বাইকটির স্পেসিফিকেশন।
এই বাইকটির বডি টাইপ হবে স্পোর্টস ন্যাকেড বাইক। সেলফ এর মাধ্যমে চালু করতে হবে এই বাইকটির। সিঙ্গেল টাইপের সিট হবে এই বাইকটির। উক্ত বাইকটির স্পীডোমিটার, ট্রিপ মিটার, ওডোমিটার, কন্সোল হবে ডিজিটাল এবং টেকোমিটার হবে অ্যানালগ। এই বাইকটির ইঞ্জিনটি হবে ৩০০ সি সি। এমিসন টাইপ হবে বি এস ৬। সর্ব্বোচ্চ পাওয়ার হবে ৩৮.২৬ পি এস ১১৫০০ আর পি এম, সর্ব্বোচ্চ টর্ক ঃ ২৬.৫ এন এম ১০০০০ আর পি এম। স্ট্রোকঃ ৪৫.২ মিলিমিটার, বোরঃ ৬৫ মিলিমিটার এবং পেট্রোল এর দ্বারা চলবে এই বাইকটি। এছাড়া এই বাইকটির দেওয়া হয়েছে ৬ টি গিয়ার, সামনে ও পেছনে উভয়েই থাকবে ডিস্ক ব্রেক। বেনেলি টি এন টি ৩০০ এ বি এস বি এস ৬ তে দেওয়া হয়েছে টিউবলেস টায়ার । টায়ার সাইজ হবে ফ্রন্টঃ ১২০/৭০-১৭, রিয়ারঃ ১৬০/৬০-১৭। হুইল সাইজ হবে ফ্রন্টঃ ৪৩১.৮ মিলিমিটার, রিয়ারঃ ৪৩১.৮ মিলিমিটার। উক্ত বাইকটির ওজন হবে মাত্র ৩৯৫ কেজি। এবং এর লেংথ ঃ ২১৩০ মিলিমিটার, উইডথঃ ৮০০ মিলিমিটার, হুইলবেজঃ ১৪১০ মিলিমিটার, হাইটঃ ১১২০ মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্সঃ ১৬০ মিলিমিটার। এই বাইকটির ফুয়েল ক্যাপাসিটি থাকবে ১৬ লিটার। এছাড়া এই বাইকটির সাংকেতিক লাইট গুলো হবে এল ই ডি এবং পেছনের লাইট তো থাকবেই। বেনেলি টি এন টি ৩০০ এ বি এস বি এস ৬ বাইকে ১ লিটার পেট্রোল এ ২৫ কিলোমিটার পর্যন্ত রান করা যাবে।
বেনেলি টি এন টি ৩০০ এ বি এস বি এস ৬ বাইকটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী ৩.৫০ লক্ষ রুপী যার বাংলাদেশী মূল্য হবে ৩৫৫৯৫৩ টাকা। এই বাইকটির সাথে দেওয়া হয়েছে ২ বছরের ওয়ারেন্টি এবং যার মধ্যে ২৪০০০ কিলোমিটার চলতে পারবে। বাইকটি আমার অসাধারণ লেগেছে।