কাওয়াসাকি সিরিজের বাইকগুলো মূলত হাই বাজেটের বাইক তৈরি করে থাকে। এবার এই বাইকটি লো বাজেটের বাইক নিয়ে আসছে আমাদের মাঝে। সেই বাইকটি হচ্ছে কাওয়াসাকি নিনজা ৩০০ এবিএস বিএস ৬। দুর্দান্ত হতে চলেছে এই বাইকটি। মার্চ মাসের ৫ তারিখে লঞ্চ করা হবে এই বাইকটির। চলুন দেখে নেওয়া যাক এই বাইকটির স্পেসিফিকেশন।
কাওয়াসাকি নিনজা ৩০০ এবিএস বিএস ৬ বাইকটির বডি টাইপ হবে স্পোর্টস টুরার বাইক। শেল্ফ এর মাধ্যমে চালু করতে হবে এই বাইকটির। স্প্লিট টাইপের সিট হবে এই বাইকটির। উক্ত বাইকটির স্পীডোমিটার, ট্রিপ মিটার, ওডোমিটার, কন্সোল হবে ডিজিটাল এবং টেকোমিটার হবে অ্যানালগ। এই বাইকটির ইঞ্জিনটি হবে ২৯৬ সি সি। এমিসন টাইপ হবে বি এস ৬। সর্ব্বোচ্চ পাওয়ার হবে ৩৯ পি এস ১১০০০ আর পি এম, সর্ব্বোচ্চ টর্ক ঃ ২৭ এন এম ১০০০০ আর পি এম। স্ট্রোকঃ ৭৯ মিলিমিটার, বোরঃ ৬২ মিলিমিটার এবং পেট্রোল এর দ্বারা চলবে এই বাইকটি। এছাড়া এই বাইকটির দেওয়া হয়েছে ৬ টি গিয়ার, সামনে ও পেছনে উভয়েই থাকবে ডিস্ক ব্রেক। ডুকাতি ২০২১ সুপার স্পোর্ট ৯৫০ এস বি এস ৬ তে দেওয়া হয়েছে টিউবলেস টায়ার । টায়ার সাইজ হবে ফ্রন্টঃ ১১০/৭০- আর১৭, রিয়ারঃ ১৪০/৭০- আর১৭। হুইল সাইজ হবে ফ্রন্টঃ ৪৩১.৮ মিলিমিটার, রিয়ারঃ ৪৩১.৮ মিলিমিটার। উক্ত বাইকটির ওজন হবে মাত্র ১৭৯ কেজি। এবং এর লেংথ ঃ ২০১৫ মিলিমিটার, উইডথঃ ৭১৫ মিলিমিটার, হুইলবেজঃ ১৪০৫ মিলিমিটার, হাইটঃ ১১১০ মিলিমিটার, ফ্রন্ট ব্রেক ডায়ামিটার ২৯০ মিলিমিটার এবং রিয়ার ব্রেক ডায়ামিটার হবে ২১০ মিলিমিটার। এই বাইকটির ফুয়েল ক্যাপাসিটি থাকবে ১৭ লিটার। এছাড়া এই বাইকটির সাংকেতিক লাইট গুলো হবে এল ই ডি এবং পেছনের লাইট তো থাকবেই।
কাওয়াসাকি নিনজা ৩০০ এবিএস বিএস ৬ বাইকটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী ২.৯৮ লক্ষ রুপী যার বাংলাদেশী মূল্য হবে ৩,৪৩,২৪৫ টাকা।