বি এম ডব্লিউ একটি ব্যবহুল বাইক। বি এম ডব্লিউ এর এবার নতুন সংযোজন করা হল বি এম ডব্লিউ কে ১৬০০ জি টি এল এস টি ডি বি এস ৬ বাইকটির। উক্ত লাইন আপের এটি একটি মিড ভেরিয়েন্টের বাইক। এপ্রিল মাসের ১ তারিখে লঞ্চ করা হবে এই বাইকটির। চলুন দেখে নেওয়া যাক এই বাইকটির স্পেসিফিকেশন।
বি এম ডব্লিউ কে ১৬০০ জি টি এল এস টি ডি বি এস ৬ বাইকটির বডি টাইপ হবে স্পোর্টস টুরার বাইক। শেল্ফ এর মাধ্যমে চালু করতে হবে এই বাইকটির। স্প্লিট টাইপের সিট হবে এই বাইকটির। উক্ত বাইকটির ওডোমিটার, কন্সোল হবে ডিজিটাল এবং স্পিডোমিটার, টেকোমিটার হবে অ্যানালগ। এই বাইকটির ইঞ্জিনটি হবে ১৬৪৯ সি সি। এমিসন টাইপ হবে বি এস ৬। সর্ব্বোচ্চ পাওয়ার হবে ১৬০.৪ পি এস ৭৭৫০ আর পি এম ,সর্ব্বোচ্চ টর্ক ঃ ১৭৫ এন এম ৫২৫০ আর পি এম। পেট্রোল এর দ্বারা চলবে এই বাইকটি। এছাড়া এই বাইকটির দেওয়া হয়েছে ৬ টি গিয়ার, সামনে ও পেছনে উভয়েই থাকবে ডিস্ক ব্রেক। উক্ত বাইকটির দেওয়া হয়েছে টিউবলেস টায়ার যার ফ্রন্ট সাইজ হবে ১২০/৭০- জেড আর ১৭ এবং রিয়ারঃ ১৯০/৫৫- জেড আর ১৭। বি এম ডব্লিউ কে ১৬০০ জি টি এল এস টি ডি বি এস ৬ বাইকটির ওজন হবে ৫৬০ কেজি এছাড়া লেংথঃ ২৪৮৯ মিলিমিটার, হাইটঃ ১৪৭৫ মিলিমিটার। উইডথঃ ১০০০ মিলিমিটার, এবং হুইলবেজ হবে ১৬১৮ মিলিমিটার। এই বাইকটির ফুয়েল ক্যাপাসিটি হবে ২৬.৫ লিটার ও ১ লিটার পেট্রোল এ ১৩ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এছাড়া এই বাইকটির সাংকেতিক লাইট গুলো হবে এল ই ডি এবং পেছনের লাইট তো থাকবেই। সাদা, বাদামী এবং কালো রঙ এ পাওয়া যাবে এই বাইকটি। অসাধারণ হতে চলেছে এই বাইকটি।
বি এম ডব্লিউ কে ১৬০০ জি টি এল এস টি ডি বি এস ৬ বাইকটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী ২৮.৭৫ লক্ষ রুপী।