মুজিব জন্মশতবর্ষে সাতটি স্টার্টআপ প্রতিষ্ঠানকে ১৫ কোটি টাকা দিয়েছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড।
সাতটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সেবা এক্সওয়াইজেড, চালডাল ডট কম; পাঠাও লিমিটেড; ইনটেলিজেন্স মেশিন; ঢাকা কাস্ট; এডু হাইভ এবং মনের বন্ধু।
বুধবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠানে নির্বাচিত স্টার্টআপদের হাতে চেক তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
তবে স্টার্টগুলো কে কত কোটি টাকা পেলেন তা নির্দিষ্ট করে জানাতে রাজি হননি আইসিটি প্রতিমন্ত্রী।
স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন বলেন এ অর্থ প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ হিসেবে গণ্য করা হবে। ২-৩ বছরের নির্ধারিত সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানগুলোকে অর্থ ফেরত দিতে হবে।
তবে এসব বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি রয়েছে বলে স্বীকার করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তবে ঝুঁকি নিয়েই বিনিয়োগ করছে সরকার বলেও মন্তব্য করেন তিনি।
তবে বাংলাদেশে স্টার্টআপের ভবিষ্যতে নিয়ে খুবই আশাবাদী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
গুগল, ফেসবুক, জুমের মতো প্ল্যার্টফর্ম তৈরিতে তরুণ প্রযুক্তিবিদদের এগিয়ে আসার আহ্বান তিনি। এক্ষেত্রে উদ্ভাবকদের অর্থসহ সব ধরনের সুযোগ-সুবিধা দেয়ার আশ্বাস দেন জুনাইদ আহমেদ পলক।