আগামী ২০২৫ সালের মধ্যে চালকবিহীন গাড়ি প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে হুয়াওয়ে। গত বৃহস্পতিবার কোম্পানিটির এক শীর্ষ কর্তা এ তথ্য নিশ্চিত করেন। খবর রয়টার্স।
মার্কিন নিষেধাজ্ঞায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হওয়া চীনা এ প্রযুক্তি জায়ান্ট নিজেদের ব্যবসায় বৈচিত্র্য নিয়ে আসার চেষ্টা করছে। হুয়াওয়ের অভ্যন্তরীণ একটি সম্মেলনে ওয়াং জুন নামে ওই জ্যেষ্ঠ নির্বাহী বলেন, আমাদের টিমের লক্ষ্য হচ্ছে ২০২৫ সালের মধ্যে সত্যিকারের চালকবিহীন গাড়ি নিয়ে আসা।
সিলিকনভ্যালির প্রযুক্তি জায়ান্টগুলোর সঙ্গে টেক্কা দিয়ে চালকবিহীন গাড়ি প্রযুক্তিতে মনোযোগ দিয়েছে চীনা প্রযুক্তি কোম্পানিগুলো। চীনের সার্চ ইঞ্জিন লিডার বাইদু থেকে শুরু করে হুয়াওয়ে এতে মনোযোগ বাড়িয়েছে। ভবিষ্যতের পরিবহন খাতে এ প্রযুক্তি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করছেন এ খাতসংশ্লিষ্টরা।
মার্কিন নিষেধাজ্ঞায় স্মার্টফোন ব্যবসায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার পর স্মার্ট বৈদ্যুতিক গাড়ি প্রযুক্তিতে মনোযোগ দিয়েছে হুয়াওয়ে। চীনের কমিউনিস্ট সরকারের কাছে হুয়াওয়ে তথ্য পাচার করে এবং এটা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এমন অভিযোগ তুলেছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু হুয়াওয়ে বরাবরই ওয়াশিংটনের এ অভিযোগ অস্বীকার করছে।