স্কুটার বিক্রির নতুন রেকর্ড তৈরি করেছে নেদারল্যান্ডের সংস্থা ওলার ইলেকট্রিক। দু’দিনেই এক হাজার ১০০ কোটি টাকার বেশি ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে সংস্থাটি। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিক্রি শুরুর দিনেই ৬০০ কোটি টাকা ঘরে তুলেছিল তারা।
ইতোমধ্যেই টুইট করে নিজেদের সাফল্যের খবর জানিয়েছে এই ওলা। আর তাতেই সাড়া পড়েছে। শুক্রবার টুইট করে কোম্পানি জানিয়েছে, মাত্র দুই দিনে ১১শ কোটির টাকার বেশি স্কুটার বিক্রি করেছে তাদের সংস্থা। যা ভারতের স্কুটার বিক্রির ইতিহাসে প্রথম। এমনকী বর্তমানে দেশের সব মোটরবাইক বিক্রেতারা একযোগেও এত বাইক আগে কখনও বিক্রি করতে পারেননি। আর তাতেই তৈরি হচ্ছে নয়া রেকর্ড।
এদিকে কেনাকাটার সব প্রক্রিয়াই চলছে অনলাইলে। প্রি-বুকিং খোলা হয়েছিল গত জুলাই মাস থেকে। প্রি বুকিং উইন্ডো খোলার ২৪ ঘণ্টার মধ্যেই লক্ষাধিক কাস্টমার তাদের ইলেকট্রিক স্কুটার বুক করেছিলেন। যদিও প্রতিটা প্রি-বুকিংয়ের জন্য দিতে হয়েছিল ৪৯৯ টাকা করে।
উল্লেখ্য, চলতি মাসের শুরু থেকেই দুটি নতুন স্কুটার বিক্রির কথা ছিল ওলা ইলেকট্রিকের। গত সপ্তাহে ওলার অফিশিয়াল ওয়েবসাইটে কিছু সমস্যা দেখা দেওয়ায় সংস্থার ইলেকট্রিক স্কুটারের বিক্রি শুরু হতে কিছুটা দেরি হয়।
অবশেষে গত ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় বিক্রি। কোনো শোরুমে পাওয়া যাবে না। একমাত্র ওলা অ্যাপেই স্কুটারের অর্ডার করতে পারছেন গ্রাহকেরা। সামনে এসেছে ওলা এস১ ও এস১ প্রো সিরিজের দুটি নতুন স্কুটার। বিক্রি শুরু পর থেকেই ভারতে প্রতি সেকেন্ডে চারটি করে স্কুটার বিক্রি হয়েছে ওলার।