এই সময়ের জনপ্রিয় বাহন ইলেকট্রিক বাইক। পরিবেশবান্ধব এই বাইক তরুণদের মাঝে সাড়া ফেলেছে। বিশেষ করে জ্বালানি সাশ্রয়ী হওয়ার কারণে। কিন্তু ব্যাটারি চালিত এই বাহনের দুর্ঘটনার ঝুঁকি রয়েই গেছে। সম্প্রতি ভারতে চার্জ দেয়ার সময় ই-বাইক বিস্ফোরণে চার জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের মারফত জানা গেছে, পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলার উত্তর কলকাতার একটি অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।
চার্জ দেয়ার সময় ই-বাইকের ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে। যা ছড়িয়ে পড়ে ঘরে। ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চিকিৎসা চলছে হাসপাতালে।
দেশটির পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে পূর্ব কলকাতার নারকেলডাঙা থানা এলাকার ষষ্ঠীতলা রোডে ঘটেছে এই ঘটনাটি। সেখানে দোতলা বাড়িতে থাকেন একটি পরিবার। ওইদিন বাড়ির একতলায় বাসিন্দা সন্দীপের ই-স্কুটারটিতে চার্জ দেওয়া হচ্ছিল। চার্জ দেওয়ার সময়ই ই-স্কুটারে বিস্ফোরণ হয়। প্রচণ্ড শব্দ করে ওই স্কুটারের অংশ গিয়ে পড়ে পাশেই রাখা একটি গ্যাস সিলিন্ডারে। তাতেই গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়।
দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে আগুন। প্রথমে ই-স্কুটারে বিস্ফোরণের শব্দ শোনামাত্রই ছুটে আসেন বাড়ির বৃদ্ধ কর্তা যামিনীরঞ্জন সামন্ত, তার ছেলে সন্দীপ সামন্ত, পুত্রবধূ সায়ন্তনী সামন্ত ও ১৭ বছর বয়সের নাতি প্রীতম। ওই সময়ই গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায়। সিঁড়ির মুখে আগুন লাগার ফলে কেউ বাড়ি ছেড়ে পালাতে পারেননি। অল্প সময়ের মধ্যেই আগুন বাড়ির একটি অংশে ছড়িয়ে পড়ে। তাতেই অগ্নিদগ্ধ হন পরিবারের চারজন। যদিও তাদের মধ্যে ওই কিশোর কম আহত হয়।
অগ্নিদগ্ধ অবস্থায় প্রাণ বাঁচাতে চারজন ছাদের উপর উঠে যান। আগুন দেখে প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিভিয়ে উদ্ধারকর্মীরা চারজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেন। তাদের এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই কিশোর ছাড়া বাকি তিনজনের হাসপাতালে চিকিৎসা চলছে। কীভাবে ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটল, তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।