দেশের বাজারে টাটা মোটরস স্পোর্টস ইউলিটি ভেইকেল(এসইউভি) আনল। মডেল নেক্সন। ঢাকায় সম্প্রতি শেষ হওয়া অটোমোবাইল শোতে গাড়িটি প্রদর্শন করা হয়।
গাড়িটি দুইটি ভার্সনে পাওয়া যাচ্ছে। একটি পেট্রোল ইঞ্জিনের অন্যটি ডিজেল ইঞ্জিনের। পেট্রোল ইঞ্জিন ভার্সনে আছে ১.২ লিটারের টার্বো চার্জড রিভোট্রোন ইঞ্জিন। এর সিলিন্ডার ক্যাপাসিটি ১১৯৮ সিসি। ৩ সিলিন্ডার ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার ১১০ বিএইচপি। এতে ১৭০ নিউটন মিটার টর্ক মিলবে।
গাড়িটিতে ইকো, সিটি এবং স্পোট এই তিনটি মাল্টি মোড রয়েছে। ৬ স্পিড গিয়ার বক্সের এই গাড়িতে অ্যাটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেম ব্যবহৃত হয়েছে।
টাটার নতুন এই এসইউভিতে বিশেষ ফিচার হিসেবে রয়েছে, লেয়ারড থ্রি-টোন ড্যাশবোর্ড, ফ্লোটিং ডেস্কটপ টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট, সেলফ শিফট গিয়ার, গ্রান্ড সেন্টাল কনসোল, রিভার্স পার্কিং অ্যাসিস্ট, স্মার্ট কি-পুশ বাটন স্টার্ট এবং এবিএস।
বাংলাদেশের বাজারে টাটা নেক্সনের মূল্য ২৮ লাখ ৫০ হাজার টাকা।