বাইকের জগতে জনপ্রিয় নাম হোন্ডা। নতুন নতুন লুকে একের পর এক হোন্ডার বাইক হাজির হচ্ছে বাজারে। এবার Honda Rebel সিরিজের একজোড়া ক্রুজার বাইককে নতুন কালার সহ নিয়ে এল টু-হুইলার নির্মাতা প্রতিষ্ঠানটি। আফ্রিকার বাজারে এরইমধ্যে পাওয়া যাচ্ছে টু-হুইলার দুটি।
তবে Honda Rebel 1100 খুব শীঘ্রই যে ভারতীয় বাজারে আসবে বলে অনুমান করা যায়। অন্যদিকে Honda Rebel 500 আগামী কয়েক বছরের মধ্যেই ভারতের বাজারে পাওয়া যাবে বলে ইঙ্গিত দিচ্ছে সংস্থাটি।
হোন্ডা রেবেল ৫০০ ও হোন্ডা রেবেল ১১০০ দুটি বাইক নতুন রঙের বিকল্পে আসছে বিশ্ববাজারে। চলতি মাসেই নতুন কালার স্কিমের সঙ্গে 2022 Honda Rebel 250 লঞ্চ হয়েছে জাপানের বাজারে। শুধু রঙেই পরিবর্তন আনা হয়েছে বাইক দুটির। এছাড়া আগের সব ফিচারই থাকছে আপডেট ভার্সনে।
আপডেটেড হোন্ডা রেবেল ৫০০-এ নতুন পার্ল অর্গানিক গ্রীন রঙ যোগ করা হয়েছে। নতুন কালার স্কিমের পাশাপাশি বিদ্যমান ম্যাট জিন্স ব্লু, গ্রাফাইট ব্ল্যাক এবং ম্যাট অ্যাক্সিস গ্রে রঙয়ের বিকল্পগুলোও আসছে। এ ছাড়া অন্য কোনো মেকানিক্যাল আপডেট আনা হয়নি। আগের মতোই এতে ৪৭১ সিসি-র প্যারালাল টুইন ইঞ্জিন রয়েছে, যা থেকে সর্বোচ্চ ৪৭ বিএইচপি পাওয়ার উৎপন্ন হয়।
সংস্থার ক্রুজার সেগমেন্টের ফ্ল্যাগশিপ বাইক হোন্ডা রেবেল ১১০০ নতুন ফ্ল্যাশি পার্ল স্ট্যালিওন ব্রাউন কালারে আনা হয়েছে। এক্ষেত্রেও কালার স্কিম ছাড়া অন্যান্য ফিচারে পরিবর্তন ঘটানো হয়নি। পূর্বের মতোই ১১০০ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন সহ এসেছে বাইকটি। চলতি এর টুইন অ্যাডভেঞ্চার ট্যুরার মডেলটিতেও একই পাওয়ারট্রেন রয়েছে।