ভারতীয় বাজারে এলো টিভিএস মোটরের নতুন বাইক। এটি মূলত রাইডার ১২৫ বাইকের নতুন ভ্যারিয়েন্ট। যার নাম রাইডার স্মার্ট কানেক্ট টিএম টিএফটি। বাইকটিতে থাকছে ব্লুটুথ কানেক্টিভিটি ছাড়াও অসংখ্য ফিচার। বাইকটির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে টিএফটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।
বাইকটির টিএফটি স্ক্রিনটি সংস্থার নিজস্ব ক্লাউড-কানেক্টেড টেকনোলজির সুবিধা নিতে চলেছে। এটি একটি ব্লুটুথ-এনাবলড সিস্টেম, যা রাইডিং অ্যানালিটিক্সের রেঞ্জ শোকেস করবে। পাশাপাশি এটি রাইডারদের নিজস্ব স্টাইল ও রাইড রিভিউ করার সুবিধাও থাকছে।
এছাড়াও নতুন ভ্যারিয়েন্টে থাকছে ভয়েস এবং নেভিগেশন অ্যাসিস্ট সাপোর্ট করবে। ইনকামিং কল ফিচার, ইমেজ ট্রান্সফার অপশন এবং রাইড রিপোর্টের মতো জরুরি বৈশিষ্ট্য বাইকটিকে ক্রেতাদের নজর কেড়েছে। আরও আছে
ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ট্রিপ মিটার্স, ওডোমিটার, টাইম, ফুয়েল গজ, অ্যাভারেজ স্পিড, রাইডিং মোড এবং গিয়ার-পজিশন ইন্টিকেটর ইত্যাদি।
বাইকটিতে এলইডি হেডল্যাম্প রয়েছে, তার সঙ্গে রয়েছে হেডল্যাম্প ডেটাইম রানিং ল্যাম্পস এবং হেডল্যাম্প টেইল ল্যাম্প। একটি ইন্টেলিজেন্ট অটো স্টার্ট-স্টপ টেকনোলজিও দেওয়া হয়েছে। আরও আছে আন্ডার-সিট স্টোরেজ, সাইড স্ট্যান্ড ইন্ডিকেশন, ইঞ্জিন কাট-অফ এবং একটি ইউএসবি পোর্ট। যা দিয়ে খুব সহজেই স্মার্টফোন চার্জ দেওয়া যাবে।
১০ লিটার ফুয়েল ট্যাংকসহ বাইকটির ওজন ১২৩ কেজি। পুরোনো মডেলের মতোই এটিতে দেওয়া হয়েছে ১২৪.৮ সিসি এয়ার অ্যান্ড অয়েল কুলড ৩ভি ইঞ্জিন। বাইকটি ঘণ্টায় সর্বাধিক ১১.৪ পাওয়ার জেনারেট করতে পারে ৭৫০০ আরপিএমে এবং এর পিক টর্ক আউটপুট ৬০০০ আরপিএমে ১১.২ এনএম। এই ইঞ্জিন পেয়ার করা রয়েছে ৫-স্পিড ট্রান্সমিশনের সঙ্গে।
ইকো এবং পাওয়ার দুটি রাইডিং মোড পাওয়া যাবে বাইকটিতে। মাত্র ৫.৯ সেকেন্ডে ০-৬০ কিলোমিটার বেস্ট ইন ক্লাস অ্যাক্সিলারেশন দিতে পারবে। বাইকটির সর্বাধিক গতি ঘণ্টায় ৯৯ কিলোমিটার।
বাইকটির দাম ভারতীয় বাজারে ৯৯ হাজার ৯৯০ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২২ হাজার ৯৮৭ টাকা। যেখানে বাইকটির সাধারণ ভ্যারিয়েন্টটির দাম ৮৫ হাজার ৯৭৩ রুপি। বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫ হাজার ৭৪৬ টাকা। নতুন ভ্যারিয়েন্টটি উইকড্ ব্ল্যাক এবং ফিয়েরি ইয়েলো এই দুই রঙে পাওয়া যাবে।