বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ২০২২ সালে গাড়ি বিক্রির রেকর্ড করেছে। সদ্য সমাপ্ত বছরে ১৩ লাখের বেশি গাড়ি বিক্রি করেছে কোম্পানিটি। খবর বিবিসি।
টেসলা এক বিবৃতিতে জানিয়েছে, ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে অর্থাৎ শেষ তিন মাসে টেসলা গাড়ি বিক্রি করেছে ৪ লাখ ৫ হাজার। যদিও কোম্পানিটি ওই সময়ে গাড়ি উৎপাদন করেছে ৪ লাখ ৩৯ হাজার।
বিশ্লেষণে দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে দামী গাড়ি কোম্পানিটি উৎপাদনের চেয়ে ৩৪ হাজার গাড়ি কম বিক্রি করতে পেরেছে। এটি টেসলার জন্য অস্বাভাবিক। কারণ, এর আগে যত গাড়ি উৎপাদন করেছে, তার সবই বিক্রি করতে পেরেছে কোম্পানিটি।
ওয়াল স্ট্রিটও পূর্বাভাস দিয়েছিল, চতুর্থ প্রান্তিকে ৪ লাখ ৩০ হাজার গাড়ি বিক্রি করতে পারবে টেসলা। ওই পূর্বাভাসের চেয়েও কম বিক্রি হয়েছে।
তবে তাতে অখুশি নয় টেসলা। বিবৃতিতে বলা হয়, সারা বছরজুড়ে কোভিড মহামারির কারণে সরবরাহ চেইনে ভয়ানক চ্যালেঞ্জ মোকাবেলা করেই তাদের ব্যবসা করতে হয়েছে।
কোম্পানিটি বলছে, বিশ্বব্যাপী করোনার আঘাতের মধ্যেও বছরজুড়ে দারুণ বিক্রি করেছে তারা। কারণ, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে তাদের গাড়ি বেশি বিক্রি হয়েছে ৪০ শতাংশ বেশি। ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে ৩ লাখ ৮ হাজার ৬০০টি গাড়ি বিক্রি করেছে টেসলা।
সমাপ্ত বছরের শেষ প্রান্তিকে টেসলার সর্বাধিক বিক্রীত গাড়ি হচ্ছে সেডান মডেল থ্রি এবং মডেল ওয়াই। দুটি মডেলের গাড়ি বিক্রি হয়েছে ৩ লাখ ৮৮ হাজার ১৩১টি।
নতুন বছরেও বিশ্বব্যাপী গাড়ির বাজারে উদ্বেগ রয়েছে। কারণ এই বছর বৈশ্বিক মন্দা ও দেশে দেশে ক্রমবর্ধমান সুদের হারের কারণে মোটর শিল্পে চাহিদা কিছুটা হ্রাস পাবে বলেই আশঙ্কা বিনিয়োগকারীদের।