বাজাজের তৈরি যতগুলো মডেলের মোটরসাইকেল আছে তার মধ্যে ‘মাইলেজ কিং’ তকমা পেয়েছে সিটি ১১০এক্স মডেল। এই বাইক এক লিটার তেলে ৭০ কিলোমিটার পথ চলতে পারে।
বাজাজ সিটি ১১০এক্স মডেলটি একাধিক ভেরিয়েন্টে বিক্রি হচ্ছে। ম্যাট ওয়াইল্ড গ্রিন, এবনি ব্ল্যাক-রেড এবং ব্লু স্কিম কালারে বাইকটি পছন্দ করা যাবে।
বাইকটিতে রয়েছে ১১৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ৮.৬ পিএস শক্তি এবং ৯.৮১ এনএম টর্ক জেনারেট করে। বাইকটির এআরআই মাইলেজ প্রতি লিটার তেলে ৭০ কিলোমিটার। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে ১১ লিটার। সঙ্গে ৪ স্পিড ট্রান্সমিশন রয়েছে। এই বাইকের টপ স্পিড ঘণ্টায় ৯০ কিলোমিটার।
সিটি ১০০ এক্স মডেলের ফ্রন্টে হাইড্রোলিক টেলিস্কপিক এবং রিয়ারে স্প্রিং-ইন-স্প্রিং সাসপেনশন দিয়েছে বাজাজ। ব্রেকিংয়ের জন্য রয়েছে কম্বি ব্রেকিং সিস্টেম। উভয় চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক। এছাড়া রয়েছে বাইকটিতে এলইডি হেডল্যাম্প এবং ইলেক্ট্রনিক ডিসি সিস্টেম দিয়েছে বাজাজ।
বাইকের কার্ব ওয়েট ১২৭ কেজি। ফ্যান্সি বাইকের মতো এই মোটরসাইকেল খুব বেশি ফিচার্স পাওয়া যাবে না, যার ফলে অফিস বা ট্রিপ সেরে এসে বাইকের মেইনটেনেন্স নিয়ে বেশি চিন্তা করতে হবে। তেল খরচ বাচাতে দারুণ কমিউটার বাইক এই বাজাজ সিটি ১১০এক্স।