ভারতের অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ এই প্রথম সিএনজিচালিত মোটরসাইকেল তৈরির ঘোষণা দিল। তবে কবে নাগাদ গ্যাসচালিত এই বাইক বাজারে আসবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
এদিকে ভারতে সিএনজিচালিত গাড়ির ওপর জিএসটি কমিয়ে ১৮ শতাংশ করার আবেদন জানিয়েছেন রাজীব বাজাজ। সেই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে বাজাজ বাজারে সিএনজিচালিত মোটরসাইকেল আনার পরিকল্পনার কথা জানান রাজীব।
এছাড়াও বাজাজ শিগগিরই হাইএন্ডের নতুন পালসার আনছে। ২০২৪ সাল নাগাদ এই বাইক বাজারে পাওয়া যাবে।
এ প্রসঙ্গে রাজীব বাজাজ বলেন, এখন থেকে চলতি অর্থবছর শেষ হওয়ার আগে নতুন পালসার দেখতে পাবেন। যা মিড সেগমেন্টে আমাদের শেয়ার ৩০ শতাংশ থেকে যতটা সম্ভব বৃদ্ধি করার চেষ্টা করা হবে।
১৫০ থেকে ২০০ সিসি বাইকের বাজার ক্রমশই বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন পালসার একটি বড় চমক হতে পারে বলে মনে করছেন অনেকে।
কোন কোন দেশে বিক্রি হয় বাজাজ পালসার?
বাইকপ্রেমীদের প্রিয় পালসার শুধু ভারত নয়, বাংলাদেশ, নেপাল, কলোম্বিয়া, আর্জেন্টিনা, পেরু, মেক্সিকো, তুর্কি, ইজিপ্ট এবং গুয়াতেমালার মতো দেশগুলোতেও ব্যাপক পরিমাণে জনপ্রিয়। এই সিরিজের অধীনে ১২৫ সিসি থেকে ২৫০ সিসি ইঞ্জিনের একাধিক মোটরসাইকেল বিক্রি করে প্রতিষ্ঠানটি।