দেশে প্রথমবারের মতো ২৫০ সিসির মোটরসাইকেল লঞ্চ করেছে বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের নির্মাতা ও পরিবেশক উত্তরা মোটরস।
আজ সোমবার (২৭ নভেম্বর) লঞ্চ করা হয় পালসার এন২৫০ মোটরসাইকেলটি।
৩ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা মূল্যের মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছে তিনটি ভিন্ন রঙে। ২৫০ সিসির অয়েল কুলড ইঞ্জিন সম্বলিত মোটরসাইকেলটিতে ডুয়েল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম (এবিএস) ব্যবহার করা হয়েছে।
রাজধানীর একটি হোটেলে মোটরসাইকেলটি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা মোটরসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, পরিকল্পনা প্রধান নাঈমুর রহমান, বাজাজ অটো ইন্টারন্যাশনাল বিজনেস ডিভিশন ম্যানেজার সমীর মারদিকারসহ বিপুল সংখ্যক উৎসাহী।
কয়েক মাস আগে, স্থানীয়ভাবে উৎপাদিত ১৬৫ এর চেয়ে উচ্চতর সিসির ইঞ্জিন সম্বলিত মোটরসাইকেল বিক্রির অনুমতি দেয় সরকার। এরপর অক্টোবর থেকে সড়কে ৩৭৫ সিসির মোটরসাইকেল চালানোর অনুমতি দেয় সরকার। তবে সেক্ষেত্রেও মোটরসাইকেলগুলো দেশে উৎপাদিত হতে হবে।
বাজাজের পর এবার অন্য ব্র্যান্ডগুলোও উচ্চতর সিসির মোটরসাইকেল নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে।