ইনফিনিক্স হট নাইন মডেলের স্মার্টফোনের দাম কমল। মাস দুয়েক আগে ভারতে ফোনটি এসেছিল। দাম কমে এখন বিক্রি হচ্ছে ৮ হাজার ৯৯৯ রুপিতে।
ইনফিনিক্স ভারতে হ্যান্ডসেট তৈরি করলেও স্মার্টফোনের সমস্ত গবেষণা ও উন্নয়নের কাজ হয় কোরিয়া এবং ফ্রান্সে।
নতুন হট নাইনে রয়েছে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। হ্যান্ডসেটের পিছনের দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
এই ফোনে রয়েছে অ্যানড্রয়েড টেন অপারেটিং সিস্টেম, অক্টাকোর প্রসেসর এবং মিডিয়াটেক হেলিও এ২৫ চিপসেট।
ডিভাইসটিতে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর + ২ মেগাপিক্সেল লো লাইট সেন্সর। সেলফির জন্য এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সলের ক্যামেরা।
৪ জিবি র্যামের ফোনে ৬৪ জিবি বিল্টইন মেমোরি দেয়া হয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ২৬৫ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
ব্যাকআপের জন্য ফোনটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের নন-রিমুভেবল ব্যাটারি দেয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য আছে ফোরজি এলটিই।