সম্প্রতি পাঠাও কুরিয়ার, বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড এপেক্স ফুটওয়্যার লিমিটেড-এর ফুটওয়্যার প্রোডাক্ট দেশের বিভিন্ন প্রান্তে গ্রাহকদের কাছে দ্রুত ও নিরাপদে পৌঁছে দিতে স্ট্র্যাটাজিক পার্টনারশিপে যুক্ত হয়। এপেক্স-এর প্রধান লজিস্টিকস পার্টনার হিসেবে পাঠাও কুরিয়ার-এর লক্ষ্য দ্রুত ও নিরাপদ ডেলিভারির মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি বাড়িয়ে তোলা।
পাঠাও কুরিয়ার-এর বিস্তর ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে, এপেক্স ফুটওয়্যার এখন দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকদের অভিজ্ঞতা আরও সহজ ও বিশ্বস্ত করে তুলবে। এই পার্টনারশিপের মাধ্যমে পাঠাও কুরিয়ার নিশ্চিত করে, বাংলাদেশের বিজনেসগুলোর লজিস্টিকস সল্যুশন হিসেবে পাঠাও কুরিয়ার-এর সেবা সবচেয়ে নির্ভরযোগ্য।
এই পার্টনারশিপ সভায় এপেক্স-এর পক্ষ থেকে ছিলেন, হেড অফ মার্কেটিং, মো: রায়হান কবির; ই-কমার্স লিড, অনিক সাহা; এবং ই-কমার্স অ্যাসিসটেন্ট ম্যানেজার, মো: মীর জুবাইর মাহমুদ। এছাড়াও পাঠাও কুরিয়ার থেকে উপস্থিত ছিলেন, বিজনেস এন্ড সেলস ম্যানেজার, শেখ সোহানুর রহমান; লিড-বিজনেস এন্ড সেলস, মো: আসিফ রায়হান; ব্র্যান্ডস এন্ড মার্কেটিং ম্যানেজার, আবরার আহসান চৌধুরী এবং অন্যান্যরা।
এই পার্টনারশিপে পাঠাও কুরিয়ার-এর আরেকটি লক্ষ্য হলো, ই-কমার্স বিজনেস এবং রিটেইল ব্র্যান্ডগুলোকে লজিস্টিকস সল্যুশন দেয়ার মাধ্যমে, তাদের বিজনেসের পরিধি দেশজুড়ে বিস্তার করার সুযোগ করে দেয়া।
২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ২,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০-এর বেশি রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।