গ্লোবাল ফ্যাশন ব্র্যান্ড জারা ৯৮ তম দেশ হিসেবে বাংলাদেশে স্টোর খুলছে জারা । বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন – ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা।
আজ বুধবার (৯ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গত ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’। যা চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।