দুই সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর আবারও ফ্লাইট পরিচালনায় ফিরছে দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। আগামী ২১ মে থেকে অভ্যন্তরীণ রুটে তাদের ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৫ মে) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, ফ্লাইট কার্যক্রম পুনরায় চালুর এই উদ্যোগকে সামনে রেখে ১৫ শতাংশ ছাড়ের অফার চালু করা হয়েছে।
সাময়িক বিরতির কারণ
নভোএয়ার গত ২ মে থেকে সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা স্থগিত করে। সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘আমাদের ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে সাময়িক বিরতি ছিল। তবে এই সময় যাত্রী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অভূতপূর্ব সমর্থন পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা যাত্রীদের নিরাপত্তা ও উন্নত সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নভোএয়ার পরিবার সবাইকে আবারও স্বাগত জানাতে প্রস্তুত।’
ছাড়সহ বুকিং সুবিধা
নভোএয়ার জানায়, তারা নিজস্ব ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে টিকিট কাটলে VQWEBAPP প্রোমো কোড ব্যবহারে ১৫ শতাংশ ছাড় দেবে। একই সঙ্গে, প্রতিষ্ঠানটির সেলস অফিস এবং অনুমোদিত এজেন্টদের মাধ্যমেও টিকিট সংগ্রহ করা যাবে।