কদিন পরই কোরবানির ঈদ। এই ঈদের উৎসব যেন আসে আগেভাগেই। অনেকের চিন্তাভাবনা প্রস্তুতি থাকে কোরবানির পশু কেনাকে ঘিরে। তবে ব্যস্ত নগরীর মানুষের জীবনকে সহজ করে দিতে আপনার ঘরেই নিয়ে এসেছে হাট। পরিবারের সব সদস্যকে দেখিয়েই কিনতে পারবেন এবারের কোরবানির পশুটি!
শুরুর দু-এক বছর টুকটাক বিক্রি হলেও এখন এই ভার্চুয়াল হাট বেশ সরগরম। জমবেই বা না কেন? ঘরে বসে কম্পিউটার থেকে সাইটে ঢুকে মাউসের ক্লিকে বা স্মার্টফোনের পর্দায় ভেসে ওঠা ছবিতে স্পর্শ করে দেখা যাচ্ছে বিভিন্ন দামের পশু।
দেশের সবচেয়ে বড় অনলাইন শপ দারাজ বাংলাদেশ (Daraz.com.bd) বসাচ্ছে দ্বিতীয়বারের মতন পশুর হাট । ই হাটের বিশেষত্ব হল- প্রতিটি গরু শতভাগ অর্গানিক এবং গরুগুলো লালন-পালন করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জের নারী উদ্যোক্তারা। দারাজ নন্দিনীর উদ্যোগে অ্যাকশনএইড-এর সহায়তায় গরুগুলো নিয়ে আসা হচ্ছে প্রত্যন্ত গাইবান্ধা থেকে। ক্রেতারা খুব সহজেই কোরবানির পশুর সকল বিস্তারিত বিষয় জেনে গরুর ভিডিও দেখে দারাজ অ্যাপে (daraz app) তা অর্ডার করতে পারবেন।
সাইটটি ঘুরে দেখা গেল, বিভিন্ন দামের পশু রয়েছে। আকৃতি ও জাতভেদে রয়েছে দামের পার্থক্য। ১০৭ টি গরুর সমারোহে সাজানো এই হাটে রয়েছে ৪২,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১,৩০,০০০ টাকার গরু। দারাজে গরু অর্ডার করার শেষ তারিখ ৫ই আগস্ট আর গরুগুলো ডেলিভারি শুরু হয়ে যাবে ৯ তারিখ থেকে।