আজ দেশের ক্রেতাদের জন্য ১ টাকায় গাড়ি কেনার বিশেষ সুবিধা নিয়ে এসেছে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপ দারাজ। বাংলাদেশে দ্বিতীয়বারের মতন ‘বিশ্বের বৃহত্তম সেল ডে’ তে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার সহায়তায় এ সুযোগ দিবে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে দারাজ। আগামী ১১ নভেম্বর ২৪ ঘণ্টায় এই বিশেষ অফার নিতে পারবেন দারাজের ক্রেতারা।
ইলেভেন ইলেভেন (১১.১১) বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং ইভেন্ট যা অ্যামাজন প্রাইম ডে-এর তুলনায় প্রায় ১৮ গুণ ও ব্ল্যাক ফ্রাইডের তুলনায় প্রায় আড়াই গুণ বড়।
নিয়মাবলী :
১) ১ টাকার পণ্যটি অর্ডার করে বিকাশ অনলাইন পেমেন্ট অথবা কার্ডের মাধ্যমে পেমেন্ট পরিশোধ করুন !
২) পেমেন্ট সম্পূর্ণ করার পরের দিন সকাল ১১:১১ তে আপনার ফোনে একটি SMS যাবে, যেখানে একটি লিংক দেয়া থাকবে ! লিংকটি ক্লিক করে সহজ কিছু প্রশ্নের উত্তর দিয়ে গেমে অংশগ্রহণ করুন !
৩) SMS এ পাওয়া লিংকটি থেকে ৯ তারিখের মধ্যে আপনি কুইজ-এর উত্তর দিতে পারবেন !
৪) লিংকটি ওপেন করতে সমস্যা হলে মোবাইল ব্রাউজার এ চেষ্টা করুন !
৫) একজন ব্যাক্তি ভিন্ন অর্ডারে একটি পণ্য একাধিক বার কিনতে পারবেন তবে একটি অর্ডার করার পরবর্তী অর্ডারে ১০ মিনিট বিরতি দেয়ার পরামর্শ করা হচ্ছে !
৫) একজন ব্যক্তি ভিন্ন ভিন্ন পণ্য কিনে গেমে অংশ নিতে পারবেন !
৬) বিজয়ী ঘোষণা করা হবে ১০ তারিখ দারাজ ফেসবুক লাইভে !
দারাজ জানায়, ২০০৯ সালে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ১১-১১ নামের একটি ক্যাম্পেইন চালু করে। সম্প্রতি চার দেশে কার্যক্রম পরিচালনা করা প্রতিষ্ঠানটি দারাজকে কিনে নেয়ায় প্রায় এক দশক পর এই সুযোগ নিতে পারছেন বাংলাদেশের ক্রেতারা।