ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ধানসিঁড়ি কমিউনিকেশন লিমিটেডের শমী কায়সার। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কমজগৎ টেকনোলজিসের আব্দুল ওয়াহেদ তমাল।
সোমবার ই-ক্যাবের ধানমন্ডি কার্যালয়ে ২০২০-২১ ও ২১-২২ বছরের কার্যনির্বাহী পরিষদের পদবন্টনে তারা এই দায়িত্ব পান।
৯ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সহসভাপতি হয়েছেন হাউজ ডি আর্ক লিমিটেডের মোহাম্মদ সাহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রেভেরি কর্পোরেশন লিমিটেডের নাসিমা আক্তার এবং অর্থ সম্পাদক হয়েছেন অর্পন কমিউনিকেশন লিমিটেডের মোহাম্মদ আব্দুল হক।
নির্বাচিত বাকি ৪ জন পরিচালকের দায়িত্ব লাভ করেছেন। এদের মধ্যে চালডাল লিমিটেডের জিয়া আশরাফ আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, সফটওয়্যার শপ লিমিটেডের (এসএসএল) আশীষ চক্রবর্তী গভঃ অ্যাফেয়ার্স, ব্রেকবাইটের আসিফ আহনাফ কর্পোরেট অ্যাফেয়ার্স, ডিজিটাল হাব সল্যুশনস লিমিটেডের মো. সাইদুর রহমান যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন বছরে ই-কমার্স খাতকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সকলকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি। কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন, সাংগঠনিক শক্তিকে আরো সুদৃঢ় করার পাশাপাশি ই-কমার্স খাতকে জাতীয় অর্থনীতির মূলধারায় প্রতিষ্ঠিত করতে নতুন বছরে আমরা ক্রসবর্ডার ই-কমার্স খাতকে সর্বাধিক গুরুত্ব দেবো। ব্যবসায়ের ডিজিটাল রূপান্তরের পাশাপাশি সদস্যদের দক্ষতা ও সেবামান নিশ্চিত করার বিষয়েও জোর দেয়া হবে।