অধিকৃত ফিলিস্তিনে এখন যেকোনো পণ্যের ফ্রি ডেলিভারি দেবে বিশ্বখ্যাত ই-কমার্স সাইট অ্যামাজন। ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
ফিলিস্তিনের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানটি ফিলিস্তিনে পণ্য ডেলিভারিতে চার্জিয়ে পরিবর্তন এনেছে। এখন থেকে পণ্য ডেলিভারির জন্য খরচ নেবে না তারা।
সম্প্রতি ফিন্যানশিয়াল টাইমসে এক প্রতিবেদনে পর এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ওই প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে ফ্রিতে পণ্য ডেলিভারি করলেও ওই অঞ্চলেই ফিলিস্তিনের কাছ থেকে ২৪ ডলারের বেশি টাকা নিচ্ছে তারা। এ কারণে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিপক্ষে।