আগামী ২ জুন থেকে বাংলাদেশে বন্ধ হয়ে যাচ্ছে উবার ইটস সেবা কার্যক্রম। এর মাধ্যমে ঢাকার বিভিন্ন রেষ্টুরেন্টের খাবার অর্ডার নেওয়া ও সবরাহ করা হতো। তবে উবার রাইডস বা পরিবহন সেবা যথারীতি চালু থাকবে। মঙ্গলবার উবারের ওয়েবসাইটে প্রকাশিত বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, যদিও উবার কর্তৃপক্ষ দুঃখিত যে- উবার ইটস বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে এদেশে কমিউনিটিকে সেবা দিতে উবার দৃঢ়প্রতিজ্ঞ। কমিউনিটির কাছে আমরা রাইডসের মাধ্যমে সেবা যথারীতি সেবা পৌঁছে দেওয়া হবে।
বিভিন্ন আর্ন্তজাতিক মাধ্যমের খবর অনুযায়ী করোনাভাইরাস আঘাত হেনেছে উবারের বৈশ্বিক ব্যবসায়। গত সপ্তাহে মোট কর্মীর প্রায় ১৪ শতাংশ ছাঁটাই করেছে এ কোম্পানি। এর ফলে চাকরি হারিয়েছেন ৩ হাজার ৭০০ উবার কর্মী। এ ছাড়া বিশ্বব্যাপী ৪৫টি অফিস বন্ধের ঘোষণা দিয়েছে উবার। সব মিলিয়ে ব্যবসার এক চতুর্থাংশ ছেঁটে ফেলছে রাইড শেয়ারিংয়ে বিশ্বের শীর্ষস্থানীয় এই কোম্পানি।