দেশে ডিজিটাল ব্যবসায় অনুকূল পরিবেশ নিশ্চিত করতে ১৯ সদস্যের পরামর্শক কমিটি ঘোষণা করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মোঃ হাফিজুর রহমানকে আহ্বায়ক করে এই ডিজিটাল কমার্স পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে একজন সদস্য সচিব ছাড়াও অংশী প্রতিষ্ঠান ও সংগঠনগুলো থেকে একজন করে প্রতিনিধিকে সদস্য করা হয়েছে।
সব সদস্যদের নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে ট্রেড লাইসেন্সে ই-কমার্স বিষয়কে অন্তর্ভুক্ত করা এবং চলতি মাসের মধ্যেই ই-কমার্স পরিচালনা নীতিমালা এবং অভিযোগ নিষ্পত্তি বিষয়ে দুইটি নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে ভোক্তা অধিকার নিশ্চিত করতে ই-ক্যাব এবং কমিটির সমন্বয়কে একটি ই-কমার্স অভিযোগ সেল গঠনের সিদ্ধান্ত হয়েছে।
এছাড়াও বৈঠকে ই-কমার্স খাতে বিনিয়োগ উৎসাহিত করা ও ঋণ প্রাপ্তিতে সহায়তা, প্রতিবন্ধকতা ও ঝুঁকি চিহ্নিতকরণ ও দূরীকরণ, দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা, ভোক্তা অধিকার, লেনদেনের নিরাপত্তা, ডেলিভারি ব্যবস্থার উন্নয়ন, নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানো, ক্রসবর্ডার রিটেইল ই-কমার্স নীতিমালা তৈরি ও লজিস্টিক সাপোর্ট বিষয়ে আলোচনা হয়েছে।