জান্নাতুল ফেরদৌসী দেশীয় পণ্যের শুভাকাঙ্ক্ষী ও ব্যবহারকারী। গতবছর (২০২০) ছিল তার জন্য দেশি পণ্যের কেনাটাকাটার বছর। এপ্রিল ২০২০ এ উই তে যোগ দেয়ার পরে, আর দেশি পন্য নিজে ব্যবহার করার পাশাপাশি বিদেশের মাটিতে ছড়িয়ে দেবার স্বপ্ন দেখছেন তিনি ।
টেকজুমঃ প্রবাসে থেকেও অনলাইনে দেশি পণ্যে কেনাকাটায় আগ্রহ কিভাবে তৈরি হয়েছে?
জান্নাতুল ফেরদৌসী: আমার আগ্রহটা তৈরি হয়েছে প্রথমত এপ্রিল ২০২০ এ উই তে যোগ দেয়ার পরে, আর দেশি পন্য নিজে ব্যবহার করার পাশাপাশি বিদেশের মাটিতে ছড়িয়ে দেবার স্বপ্ন দেখি। প্রতিষ্ঠা করি দেশি পন্যের অনলাইন ফেসবুক পেজ Js Deshi Choice। বর্তমানে চাহিদা সম্পন্ন দেশি পন্য কিনছি আর হাজির করার চেষ্টা করছি প্রবাসি বাংলাদেশিদের কাছে।
টেকজুমঃ গত এক বছরে দেশি পণ্যের কেনাকাটার টপ লিস্টে কি কি ছিলো?
জান্নাতুল ফেরদৌসী: আমার কেনাকাটার টপ লিস্টে ছিলো নকশী পন্য। নকশী কাথাঁ, নকশী করা সালোয়ার, কামিজ, ওড়না, শাড়ী, হাতপাখা, কুশিকাটার পন্য সামগ্রী। আরও কিনেছি হ্যান্ডপেইন্টিং পন্য যেমন, শাড়ী, কুশন কভার, ক্যানভাস পেইন্টিংস ইত্যাদি।
টেকজুমঃ বিদেশের বড় বড় ব্র্যান্ডের পরিবর্তে দেশের ফেসবুক ভিত্তিক উদ্যোক্তাদের কেন বেচে নিচ্ছেন কেনাকাটায়?
জান্নাতুল ফেরদৌসী: বিদেশে থাকি বিদেশি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করতেই হয়। উই তে কাজের মান, পন্যের সমারহ, উদ্যোক্তাদের কাজের প্রতি ভালোবাসা, তাদের প্রশিক্ষন দেয়া এসব দেখে দেশি ব্র্যান্ডের প্রতি লুকিয়ে থাকা ভালোবাসা জেগে ওঠে। দেশকে আমরা সবাই ভালবাসি, তাই ভালো কাজের গ্রহণযোগ্যতা বাড়বে এটাই স্বাভাবিক।
টেকজুমঃ দেশীয় পণ্যের উদ্যোক্তাদের থেকে কেনাকাটা করে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটেছে?
জান্নাতুল ফেরদৌসী: সব জায়গায় ভালো মন্দ অভিজ্ঞতা থাকে। আশা করি যাদের সাথে এরকম হয়েছে তারা ভুল থেকে শিখবেন।
টেকজুম : গতবছর আনুমানিক কতপ্রকার দেশি পণ্য ক্রয় করেছেনজান্নাতুল ফেরদৌসী:
জান্নাতুল ফেরদৌসী: আমি পন্য কিনে অস্ট্রেলিয়াতে রিসেল করছি। আমার কমপক্ষে ৩০ থেকে ৪০ জন উদ্যোক্তার সাথে লেনদেন হয়েছে। প্রায় ১৫ ধরনের পণ্য কিনেছি।
টেকজুমঃ পরিবারের যাদের উপহার দিছেন তাদের ফিডব্যাক কি ছিল?
জান্নাতুল ফেরদৌসী: সবাই খুব ভালো ভালো ফিডব্যাক দিচ্ছেন। আমার পেজের লাইক বাড়ছে।
টেকজুমঃ টেকজুম : দেশি পণ্য ব্যবহার করে আপনার অনুভূতি কেমন?
জান্নাতুল ফেরদৌসী: আমি বেশীর ভাগ পন্যই বিদেশের মাটিতে ব্যবহার করেছি, বিক্রি করেছি। অভিজ্ঞতা অসাধারন আর হৃদয় স্পর্শকারী।
টেকজুম: আপনাকে ধন্যবাদ।
জান্নাতুল ফেরদৌসী: আপনাকেও ধন্যবাদ