সকল বিভাগে প্রতিনিধি দিচ্ছে টেকজুম ডটটিভি। টেকজুম আশাকরে বিভাগীয় প্রতিনিধের মাধ্যমে সারাদেশের ই-কমার্সের সার্বিক তথ্য উঠে আসবে। ময়মনসিংহের পর চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি ঘোষণা করা হয়েছে ফেনীর দেশি পণ্যের ই-কমার্স উদ্যোক্তা মেহজাবীন রাখীকে।
মেহজাবীন রাখী ফেণী জেলার মেয়ে। তিনি ফেনী সরকারি কলেজে স্নাতক শেষ বর্ষে পড়ছেন। লেখাপড়ার পাশাপাশি ‘রূপ’স হ্যাভেন’ নামে ফেসবুকে পেজ তৈরি করে নিজ উদ্যোগ পরিচালনা করছেন। রাখী মূলত হাতের কাজের গয়না বিক্রি করেন। এছাড়াও নিজ জেলার সাংস্কৃতিক এবং সাংগঠনিক কর্মী হিসেবে রাখীর পরিচিতি রয়েছে।
তিনি ফেসবুক গ্রুপ উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই), ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ (ডিএসবি) ও পরিধান শৈলীতে দীর্ঘদিন যাবৎ মডারেটরের দায়িত্বপালন করছেন।
অনুভূতি শেয়ার করে রাখী বলেন, আমাকে চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি ঘোষণা করায় টেকজুম ডটটিভি কে অনেক ধন্যবাদ। আমি ই-কমার্স কনটেন্টে অবদান রাখার আরেকটি সুযোগ পেয়েছি। আমি আশাকরি চট্টগ্রাম বিভাগের দেশি পণ্য, উদ্যোক্তা সহ ই-কমার্সের সার্বিক বিষয় দেশবাসীর কাছে তুলে ধরতে পারবো।
তিনি আরও বলেন, টেকজুমে কাজ করার সুযোগ তৈরি হয়েছে মূলত ই-ক্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সার্চ ইংলিশের প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ ভাইয়ার জন্যে। গতবছর (২০২০) উইতে জয়েন করে ভাইয়ার দিকনির্দেশনা পেতে শুরু করেছি। এরপর থেকে ভাইয়ার গ্রুপ ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ (ডিএসবি) এ সময় দিয়ে লেখায় উন্নতি করেছি। ভাইয়ার পরামর্শে দেশি পণ্যের কয়েকটি ফেসবুক গ্রুপে মডারেটরের দায়িত্ব পালন করছি।