খেশ পোশাকের কাস্টমারদের নিয়ে অনলাইন আরিয়াস কালেকশন (বিক্রেতা প্রতিষ্ঠান) আয়োজন করেছে কাস্টমার মিটআপ। মিপআপের মূল আকর্ষণ ছিল খেশ শাড়িতে বউ (মডেল)।
গতকাল (৮ ফেব্রুয়ারি) ধানমন্ডির উইমেন ভলান্টারি অ্যাসোসিয়েশনে (ডব্লিউভিএ) মিলনায়তনে এ কাস্টমার মিটআপ অনুষ্ঠিত হয়েছে। মিটআপে আসা অধিকাংশ ক্রেতার গায়ে ছিল খেশ শাড়ি, পাঞ্জাবি, ব্যাগ ইত্যাদি।
এ সময় উপস্থিত ছিল ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজিব আহমেদ ও বাংলাদেশ বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও বণিক সমিতির সাবেক সভাপতি ও এফবিসিসিআই এর সদস্য ওমর হায়দার বাদল সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় শখানেক ক্রেতা-উদ্যোক্তা।
ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে আয়োজন করা হয়েছে কাস্টমার মিটআপ। দেশি পন্যের উদ্যোক্তারা মনে করেনে নিজেদের প্রোডাক্ট ও সার্ভিস ডেভেলপ করতে ক্রেতার মতামত গুরুত্বপূর্ণ ভূমিরা রাখবে। একই ছাদের নিচে বসে ক্রেতাদের ফিডব্যাক পেতে কাস্টমার মিটআপ ফলপ্রসূ। এ মিটআপে আরিয়াস কালেকশনের সেরা ক্রেতাদের ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়েছে এবং র্যাফেল ড্র করা হয়েছে।
মিটআপে আসা খেশ ক্রেতা উম্মে সালমার মতে, উই তে জয়েনের পর নিগার আপুর পোস্ট পড়ে খেশ শাড়ি সম্পর্কে জেনেছি। খেশ শাড়ি কেটে নিজের ক্রিয়েশনে কোটি করে পরে এসেছি কাস্টমার মিটআপে, উপস্থিত সবাই ভীষণ পছন্দ করেছে। খেশ বউ কে বিশেষ আকর্ষণ মনে হয়েছে।
কাস্টমার মিপআপের বউ (মডেল) মেহজাবীন দুলন বলেন, বিয়েতে কেউ খেশ শাড়ি পড়েছে কিনা আমার জানা নেই। খেশ শাড়িতে বউ সেজে অনেক ভালো লেগেছে। আশাকরি ভবিষতে খেশ শাড়ীতে অনেক বউ সাজবে।
রাজিব আহমেদ বলেন, এই মিটআপ খেস পণ্য প্রচারে নতুন একটি জানালা খুলে দিয়েছে। আমি চাই এ বছরের ৪-৫ জন উদ্যোক্তা মিলে এমন ইভেন্ট করবে যেখানে ৫০০ মানুষ আসবে।
ওমর হায়দার বাদল বলেন, ”উদ্যোক্তাদের আগ্রহী করতে দেশের প্রায় সব জেলাতে গিয়েছি কিন্তু আজকের মতো আনন্দ পাইনি। দেশেকে স্বনির্ভর করতে মেয়েদের স্ব স্ব উদ্যোগে এ এক্সিবিশন (মিটআপ) আমাকে অভিভূত করেছে।” নারীদের মাধ্যমে দেশে এমন ট্রেন্ড চালু করায় ই-ক্যাব প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ কে ধন্যবাদ জানায় ওমর হায়দার বাদল।
আয়োজক আরিয়াস কালেকশনের স্বত্বাধিকারী নিগার ফাতেমা বলেন, ইন্টারনেটে গত একবছর যাবৎ খেশ শাড়ি প্রচার ও বিক্রি করছি। ক্রেতাদের চাহিদা বুঝে নতুন নতুন ফিউশন এনেছি। কাস্টমার মিটআপে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এসেছে এবং মতামত দিয়েছে।
আরিয়াস কালেকশন টাঙ্গাইলের খেশ শাড়ী, পাঞ্জাবি, শাল, ব্যাগ সহ বিভিন্ন পণ্য অনলাইনে বিক্রি করে থাকে।