রাজধানীর মোহাম্মদপুর চাইনিজ রেস্টুরেন্টে একটি নকশী স্টোর ও এসডি ডিলিসিয়াস এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে কাস্টমার মিপআপ। দেশীয় নকশী ও হাফ সিল্ক শাড়িতে দুজন বউ রাখা ছিল কাস্টমার মিপআপে।
গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) আয়োজন হয়েছে এ কাস্টমার মিটআপ। উপস্থিত ছিলে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর প্রতিষ্ঠাতা সভাপতি, কাকলী অ্যাটিয়ারসের স্বত্বাধিকারী কাকলী রাসেল তালুকদার ও আরিয়াস কালেকশনের স্বত্বাধিকারী নিগার ফাতেমা সহ ক্রেতা-উদ্যোক্তারা।
এ মিটআপে আয়োজকদের উদ্দেশ্য ছিল কাস্টমারদের সাথে নিজেদের সুসম্পর্ক আরও উন্নত করা। নিজেদের প্রোডাক্ট ও সার্ভিস সম্পর্কে মতামত ও ফিডব্যাক জানা। ক্রেতাারাও আনন্দিত তাদেরকে সম্মান দেওয়ায়।
রাজীব আহমেদ বলেন, খুব ভালো লেগেছে যে নকশী কাজের শাড়ি ও টাঙ্গাইলের হাফ সিল্ক শাড়িতে বিয়ের কনের সাজ। বিয়েতে সাধারণত বিদেশি শাড়িই প্রাধান্য পায়। মাত্র ১০০ জন মেয়ে যদি চিন্তা করে দেশি শাড়িতে বিয়ের ইভেন্ট করবেন, তাহলে দেশীয় পণ্যের নতুন দরজা খুলে যাবে। এটি অত্যন্ত ভালো একটি ব্যাপার।
আয়োজক নন্দিনী আলম জিনাত ও সহ-আয়োজক সুবরনা রানী দাস বলেন, অনলাইন কেনাকাটায় ক্রেতা- বিক্রেতার মধ্যে সাক্ষাৎ না হওয়ায় একটা অদৃশ্য গ্যাপ থেকে যায়। সেই গ্যাপ কিছুটা কমিয়ে আনার লক্ষ্যে কাস্টমার মিট-আপের আয়োজন। তারা আরও বলেন, অন্যতম লক্ষ্য ছিল আমাদের দেশি শাড়ি পরে ব্রাইডাল বৌ সাজানো ও সবার সামনে নিজের দেশের পণ্যকে তুলে ধরা।