দেশি পণ্যের প্রচার ও প্রসার বাড়াতে কয়েকজন ই-কমার্স উদ্যোক্তা মিলে আয়োজন করেছে “পুরান ঢাকা ই-কমার্স মিটআপ এন্ড এক্সিবিশন” ইভেন্ট।
গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) পুরান ঢাকার ওয়ারী ওয়েস্টার্ন গার্ডেন রেস্টুরেন্টে দিনব্যাপী ই-কমার্স মিটআপ ও এক্সিবিশন আয়োজন হয়েছে। বিশেষ অতিথি ছিলো শ্যামপুর জোনের এডিসি নাজমুন নাহার ও দারুসসালাম জোনের এডিসি মাহমুদা আফরোজ লাকী। এছাড়াও ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজিব আহমেদ সহ আরও অনেকে।
উল্লেখ্য, পুরান ঢাকার দেশি পণ্যের ই-কমার্স মিটআপ এন্ড এক্সিবিশন সবচেয়ে বড় অনলাইন শপিংয়ে দেশি পণ্যের ই-কমার্স মিটআপ। এই ক্যাম্পেইনের স্পন্সর হিসেবে ছিল ম্যাট ম্যাচ বাই রাফি, কাকলি’স এ্যাটেয়ার, আরিয়াস’স কালেকশন,কন্যাসুন্দরী, টেস্টিবিডি, তিস্তা, ফারহানা’স ড্রিম, তেজস্বী। ইভেন্টটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল টেকজুম ডটটিভি ও রাইজিং বিডি।
এডিসি নাজমুন নাহার তার বক্তব্যে সবাইকে নারীর প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানান। তিনি নারী উদ্যোক্তাদের সকল প্রয়োজনে পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।
নারী উদ্যোক্তাদের ই-কমার্স মিটআপ ও এক্সিবিশনের প্রশংসা করেছেন এডিসি মাহমুদা আফরোজ লাকী। করোনার লকডাউন উল্লেখ করি তিনি বলেন, যেখানে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গুলো মুখথুবড়েছে সেখানে নারীরা সংসারের হাল ধরেছে দেশি পণ্যের ই-কমার্সের কল্যাণে।
রাজিব আহমেদ টেকজুম কে বলেন, কাস্টমার মিটআপের পরের ভার্সন এটি। তিনি আরও বলেন, আশাকরি ৪-৫ জন করে উদ্যোক্তা একত্রে এমন আয়োজন করবে দেশের বিভিন্ন প্রান্তে।
উম্মে সাহেরা এনিকা বলেন, শুধু পুরান ঢাকা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৮০ জনের বেশি মানুষ অংশগ্রহণ করেছে। পুরান ঢাকার দেশি পণ্যের ই-কমার্স ইন্ড্রাস্ট্রির পরিচিতি ও শক্তিশালী করতে ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজিব আহমেদ স্যারের পরামর্শে এ ইভেন্টের সাহস পেয়েছি। তিনি আরও জানায়, ৭ টি স্টলে প্রায় ২ লাখ টাকার বেশি বিক্রি হয়েছে।