রমজানকে সামনে রেখে মাছ, মাংস, দুধ, ডিমের মূল্য কোনভাবেই অস্বাভাবিক করা যাবে না। দাম যতটা সম্ভব সহনীয় পর্যায়ে কমিয়ে আনতে হবে। বাজারের স্থিতিশীলতা রক্ষা করতে হবে। একইসাথে সরবরাহ চেইনকে অবশ্যই স্বাভাবিক রাখতে হবে বললেন মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
রোববার বিকেলে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং সরবরাহ চেইন নিশ্চিতকরণ সংক্রান্ত এক সভায় মন্ত্রী এসব কথা বলেন।
এ ব্যাপ্যারে মন্ত্রী ই-ক্যাবের পরামর্শ ও সহযোগিতা চেয়েছেন বলে ই-ক্যাবের পক্ষ থেকে জানানো হয়।
সভায় মন্ত্রী বিগত করোনাকালীন সময়ে দেশের নিত্যপন্যের সাপ্লাই চেইন কার্যকর রাখা, লকডাউন এলাকায় ন্যায্যমূল্যে মানসম্পন্ন সেবা দেয়া, গ্রামের কৃষকের গরু অনলাইনে বিক্রির ব্যবস্থা করা, প্রান্তিক আমচাষীদের আম অনলাইনে বিক্রি করে তাদের পাশে দাড়াঁনোসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে ই-ক্যাবের প্রশংসা করেন।
সভায়ই–ক্যাবের সহ–সভাপতি সাহাব উদ্দীন শিপন সরকারকে এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, পর্যাপ্ত সরবরাহ থাকলে ই-কমার্স কোম্পানিগুলোর সহযোগিতায় রমজানে আমরা ঘরে ঘরে ন্যায্যমূল্যে মাছ মাংস পৌঁছে দেব। তিনি মাছ ও মাংসের সরবরাহকারীদের সাথে সরকারের মাধ্যমে ই-ক্যাবের সংযোগ তৈরি করে দেয়ার অনুরোধ করেন।
এসময় ই-ক্যাবের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন উপস্থিত ছিলেন।