করোনা পরিস্থিতিতে ই-কমার্সের পণ্য ডেলিভারির সময় রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।
সংগঠনের সভাপতি শমী কায়সার বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ে ই-ক্যাবের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় ঠিক করা হয়েছে। এর আগে ই-কমার্স ডেলিভারির সময়সীমা সন্ধ্যা ৬টা পর্যন্ত ছিল।’
ই-ক্যাব সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রী করোনা সংক্রমণ রোধে জনগণকে অনলাইনে কেনাকাটার ব্যাপারে পরামর্শ দিয়েছেন। আমরা জানি, বিগত বছর করোনার সময়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে নিত্যপণ্য ই-কমার্সের মাধ্যমে সচল রাখার নির্দেশনা দিয়েছিল। এরই ধারাবাহিকতায় চলতি বছরও একইভাবে অনলাইনে নিরাপদে পণ্য ও সেবা সচল রাখার ব্যাপারে পরিপত্র জারি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ই-ক্যাবের পক্ষ থেকে আবেদনের মাধ্যমে ইতোমধ্যে ই-কমার্স ডেলিভারির সময়সীমা সন্ধ্যা ৬টা থেকে বাড়িয়ে রাত ১২টা পর্যন্ত করা হয়েছে।’
শমী কায়সার আরও বলেন, ‘‘চলতি বছর ই-ক্যাব চারটি মুখ্য বিষয়কে প্রাধান্য দিয়ে একটি কর্ম পরিকল্পনা তৈরি করেছে। বিষয়গুলো হলো, গ্রামীণ ই-কমার্স, ক্রস বর্ডার ই-কমার্স, সোস্যাল মিডিয়া কমার্স ও ই-কমার্সে অভিযোগ ব্যবস্থাপনা। এরই ভিত্তিকে আগামী ১১ এপ্রিল ‘রুরাল টু গ্লোবাল’ শিরোনামে একটি পলিসি কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। ধারাবাহিকভাবে অন্যান্য বিষয়েও পলিসি সংক্রান্ত কর্মসূচি নেওয়া হবে। এছাড়া সরকারের ডিজিটাল কমার্স নীতিমালা বাস্তবায়নসহ পরিস্থিতির আলোকে বিভিন্ন বিষয়ে নিয়ে করণীয় পদক্ষেপগুলো গ্রহণ করবে ই-ক্যাব।’’
ই-ক্যাবের ডিরেক্টর আসিফ আহনাফের সঞ্চালনায় ই-ক্যাবের অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক অনু সংবাদ সম্মেলনে ই-কমার্সের বিভিন্ন দিক ও কার্যক্রম তুলে ধরেন।
ই-ক্যাবের জয়েন্ট সেক্রেটারি ই-ক্যাবের ডিরেক্টর জনাব আশীষ চক্রবর্তী, জিয়া আশরাফ, নাসিমা আক্তার নিশা এবং ডিরেক্টর সাইদ রহমান ও জেনারেল ম্যানেজার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানে জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন, ডেপুটি ম্যানেজার মাহমুদ উর রহমানসহ বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সদস্য ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।