করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে হাজারো মানুষের প্রাণহানির বাস্তবতায় অ্যামাজন ভারতে প্রাইম ডে’র পরিকল্পনা স্থগিত করেছে।
গেল সপ্তাহেই ভারতে প্রায় ১৫ লাখ নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। হাসপাতালে শয্যা ও মেডিক্যাল অক্সিজেনের সঙ্কটের মধ্যে দেশটিতে মৃত্যুর সংখ্যা আগের রেকর্ড ছাড়িয়ে গেছে।
অ্যামাজন, গুগলসহ বেশ কিছু স্থানীয় প্রতিষ্ঠান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যাার দেশটিতে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে। এই লাড়াইয়ের একটি বড় অংশজুড়ে রয়েছে চিকিৎসা সরঞ্জাম এনে পৌঁছানো এবং মেডিক্যাল অক্সিজেনের ব্যবস্থা করা এবং এজন্য অর্থের জোগান তৈরি করা।
অ্যামাজন প্রাইম ডে’র আয়োজন বন্ধের বিষয়টি প্রথম জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।
অ্যামাজন প্রাইম ডে’র আয়োজনটি কেবল অ্যামাজনের সদস্যদের জন্য করা হয়। সাধারণত জুন মাসের এই আয়োজনের উদ্দেশ্য থাকে প্রতিষ্ঠানটির বিক্রি বাড়ানো। পণ্যের মূল্যে বড় ছাড়, দ্রুততম সময়ে ক্রেতার কাছে পণ্য পৌঁছানো এবং ক্রোতাদেরকে বাড়তি সুবিধা হিসেবে অ্যামাজনের স্ট্রিমিং সেবায় ছাড় থাকে এই আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে।