নিত্যপ্রয়োজনীয় সবকিছুই এখন মিলছে অনলাইনে। চাল-ডাল থেকে শুরু করে মাছ-মাংস, শাক-সবজি, গৃহস্থালি পণ্য এখন ঘরে বসেই কেনা যাচ্ছে। সহজলভ্য হওয়ায় অনলাইনে কেনাকাটা দিনদিন বাড়ছে। করোনা মহামারির কারণে এটি আরও জনপ্রিয় হয়ে উঠেছে। ঘরবন্দি মানুষ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে প্রয়োজনীয় পণ্য কিনতে অনলাইনে ঝুঁকছেন। ফলে অনলাইন ব্যবসা এখন বেশ জমে উঠেছে।
গ্রাহকদের সেরা পণ্যে এবং ভালো সেবা দিতে দীর্ঘ সময় ধরে কাজ করছে নারীদের ফ্যাশন ব্র্যান্ড মনোহারী ফ্যাশন। প্রতিষ্ঠানটি থেকে অনলাইনে গ্রাহক পণ্যে অর্ডার দ্রুত সময়ে মিলছে পণ্যে। বাংলাদেশের ঐতিহ্যবাহী স্টক সালোয়ার-কামিজ, কুর্তি, থ্রি-পিস এবং আরও নারীদের নানা পোশাক নিয়ে কাজ করছে মনোহারী ফ্যাশন। অনলাইনে কেউ পণ্যে অর্ডার কারলে দ্রুত সময়ে সারা বাংলাদেশে গ্রাহকের কাছে পণ্যে পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানের কর্ণধার তানজিল ইসলাম জানান, মনোহারী ফ্যাশন নারীদের পণ্যে নিয়ে কাজ করছে। আমরা গ্রাহকের কাছে দ্রুত পৌঁছাতে সক্ষম হয়েছি ভালো সেবা এবং পণ্যে দিয়ে। দেশজুড়ে দ্রুত সময়ে পণ্যে পৌঁছে দিবো আমরা।
তিনি আরো বলেন, অনেক সময় দেখা যায় অনলাইন থেকে পণ্যে কিনে গ্রাহক প্রতারিত হয়েছেন। আমরা অনলাইন কেনা-কাটায় এ ধারণাকে পাল্টে দিতে চায়।
অনলাইনে ২৪ ঘণ্টা মিলবে মনোহারী ফ্যাশন থেকে পণ্যে কেনার সুযোগ। বিস্তারিত জানতে ভিজিট করুণ: https://monohari.com.bd/ এবং ফেসবুক পেজেও যুক্ত থাকুন লিংক: https://www.facebook.com/monohari.com.bd/