দেশি পণ্য ও ই-কমার্স নারী উদ্যোক্তাদের কথা তুলে ধরতে জেলা ও বিভাগ পর্যায়ে প্রতিনিধি নির্বাচন শুরু করছে টেকজুম ডটটিভি। এ ব্যাপারে ডিজিটাল স্কিলস বাংলাদেশ (ডিএসবি) ফেসবুক গ্রুপের রেগুলার একটিভ মেম্বারদের থেকে প্রতিনিধি করা শুরু হয়েছে। মুন্সিগঞ্জ জেলার ই-কমার্স উদ্যোক্তা, পণ্য ও সম্ভাবনা সহ সার্বিক বিষয় তুলে ধরতে টেকজুমের প্রতিনিধি করা হয়েছে ফারিয়া ওমর ঝুমুর কে ।
ঝুমুর মুন্সিগঞ্জের দেশি পণ্যের উদ্যোক্তা। তিনি কাজ করেন মূলত হ্যান্ড মেড জুয়েলারি নিয়ে।
টেকজুম জেলা প্রতিনিধি হওয়ায় ঝুমুর বলেন, টেকজুম টিভির মুন্সিগঞ্জ জেলার প্রতিনিধি হতে পেরে আমি আনন্দিত। দেশি পণ্য ও উদ্যোক্তাদের নিয়ে কাজ করার দায়িত্ব বহুগুন বেড়ে গেছে বলে মনে করি। আমার এলাকায় উদ্যোক্তারা অনেক প্রতিবন্ধকতার সাথে লড়াই করে নিজেদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাদের উদ্যোগ, পণ্য সহ সার্বিক বিষয়ে তুলে ধরার সুযোগ পেয়েছি তাই টেকজুম ডটটিভিকে আন্তরিক ধন্যবাদ।