প্রতিনিয়ত বেড়ে চলছে দেশি পণ্যের ই-কমার্স উদ্যোক্তা। তাদের কথা মিডিয়ায় মাধ্যমে সকলের সামনে তুলে ধরতে জেলা ও বিভাগ প্রর্যায়ে প্রতিনিধি দিচ্ছে টেকজুম ডটটিভি। যাদের দেশি পণ্যের ই-কমার্স ও লেখালেখিতে আগ্রহ আছে এমন উদ্যোক্তা বা শিক্ষার্থীদের সুযোগ দিচ্ছে টেকজুম। টাঙ্গাইল জেলার পণ্য, উদ্যোক্তা সহ ই-কমার্সের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে রোখসানা আক্তার পপি কে প্রতিনিধি করা হয়েছে।
জেলা ও বিভাগ পর্যায়ে টেকজুমের প্রতিনিধি করতে ফেসবুকে জনপ্রিয় গ্রুপ ডিএসবি (ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ) গ্রুপের নিয়মিত এবং সক্রিয় সদস্যদের অগ্রাধিকার দেওয়া হয়।
রোখসানা আক্তার পপি টাঙ্গাইল জেলার দেশি পণ্যের ই-কমার্স নারী উদ্যোক্তা। তিনি কাজ করেন মূলত টাঙ্গাইলের শাড়ি এবং থ্রিপিস নিয়ে। তার উদ্যোগের নাম ইপ্পি শপিং। এছাড়াও ফেসবুকে জনপ্রিয় গ্রুপ ডিএসবি এবং সার্চ ইংলিশ গ্রুপে মডারেটর হিসেবে আছেন।
টাঙ্গাইল জেলার টেকজুম প্রতিনিধি হওয়ায় পপি বলেন, টেকজুম ডটটিভির জেলা প্রতিনিধি হওয়াতে আমি খুব আনন্দিত। আমার প্রাপ্তির খাতায় নতুন একটা অধ্যায় যোগ হলো। দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। টাঙ্গাইল জেলার ই-কমার্স উদ্যোক্তা, সম্ভাবনাময় পণ্য, ই-কমার্সের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার দারুণ সুযোগ। অনেক ধন্যবাদ টেকজুম টিভি কে আমাকে এই দায়িত্ব দেয়ার জন্য এবং কৃতজ্ঞতা সব সময় ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজীব আহমেদ স্যারের প্রতি। যার গাইডলাইন মেনে আজকের আমি।