নিত্যপ্রয়োজনীয় সবকিছুই এখন মিলছে অনলাইনে। দেশের বাইরে থেকে অনলাইন মাধ্যমে দেশি পণ্য কেনার ঘটনাও আছে। অনলাইনে কেনাকাটার ধারণাটি নতুন নয়। তবে করোনাকালে অনলাইন কেনাকাটার পরিসর বেড়েছে, গ্রাহকের সংখ্যাও বেড়েছে বৈকি। সহজলভ্য হওয়ায় অনলাইনে কেনাকাটা দিনদিন বাড়ছে। করোনা মহামারির কারণে এটি আরও জনপ্রিয় হয়ে উঠেছে। ঘরবন্দি মানুষ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে প্রয়োজনীয় পণ্য কিনতে অনলাইনে ঝুঁকছেন। ফলে অনলাইন ব্যবসা এখন বেশ জমে উঠেছে।
গ্রাহকদের সেরা পণ্যে এবং ভালো সেবা দিতে দীর্ঘ সময় ধরে কাজ করছে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস যাদরো ডট কম। প্রতিষ্ঠানটি থেকে অনলাইনে গ্রাহক পণ্যে অর্ডার দ্রুত সময়ে মিলছে পণ্যে। এই ই-কমার্স সাইটটির মাধ্যমে হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি এবং অনলাইন পেমেন্ট সুবিধা কাজে লাগিয়ে ভোক্তারা দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই প্রয়োজনীয় ও প্রকৃত পণ্য তাদের দোরগোড়ায় পেতে পারবেন।
যাদরো ই-কমার্স লিমিটেড এর ডিজিটাল মার্কেটিংয়ের বিভাগীয় প্রধান আহ্সান তাজ জানান, ‘যাদরো’ দীর্ঘদিনের প্রতিশ্রুতি এবং বিশ্বাসযোগ্যতা, দেশের ব্র্যান্ডপ্রেমীদের কোনো অতিরিক্ত ঝামেলা ছাড়াই তাদের কাঙ্ক্ষিত পণ্য কেনার সুযোগ করে দেয়। আমরা গ্রাহকের কাছে দ্রুত পৌঁছাতে সক্ষম হয়েছি ভালো সেবা এবং পণ্যে দিয়ে। দেশজুড়ে দ্রুত সময়ে পণ্যে পৌঁছে দিবো আমরা।
তিনি আরো বলেন, অনেক সময় দেখা যায় অনলাইন থেকে পণ্যে কিনে গ্রাহক প্রতারিত হয়েছেন। আমরা অনলাইন কেনা-কাটায় এ ধারণাকে পাল্টে দিতে চায়।
অনলাইনে ২৪ ঘণ্টা মিলবে যাদরো ডট কম থেকে পণ্যে কেনার সুযোগ। বিস্তারিত জানতে ভিজিট করুণ:https://www.jadroo.com/