রাজধানীর বিভিন্ন স্থানে শ্রমজীবীদের মাঝে মাস্ক ও টি-শার্ট বিতরণ করছে দেশের উদীয়মান ই-কমার্স সাইট বঙ্গবাবা। শ্রমজীবীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও কোভিড-১৯ মহামারী প্রতিরোধে মাস্ক ব্যবহারকে উৎসাহিত করতে এ উদ্যোগ নিয়েছে বঙ্গবাবা ই-কমার্স সাইট। নিকুঞ্জ, বাড্ডা, উত্তরা, শ্যামলী ও ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম সপ্তাহব্যাপী চলবে।
গ্রাহকের আস্থা ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নিয়ে ২০২০ সালের নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বঙ্গবাবা ই-কমার্স। এই অনলাইন শপে গ্রাহকরা নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই কিনতে পারেন। নিজস্ব ডেলিভারি পার্টনার দিয়ে নির্দিষ্ট সময়ে ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেয় বঙ্গবাবা ই-কমার্স। এই সাইটে ক্যাশ অন ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি ও স্থানভেদে এক ঘন্টার মধ্যে পণ্য পৌঁছে দেয়ার সুবিধা আছে। এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে ঢাকার গ্রাহকরা যে কোন পণ্য ২৪ ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যান।
বঙ্গবাবা ই-কমার্স থেকে জনপ্রিয় ব্র্যান্ড ও স্থানীয় সেলারদের নানা পণ্য সরাসরি অনলাইনে কেনা যায়। এই ই-কমার্স সাইটে নিয়মিত বিভিন্ন ক্যাম্পেইন থাকে। ক্যাম্পেইন চলাকালে আকর্ষণীয় ছাড় দেয়া হয়। মোটর-বাইক থেকে শুরু করে যেকোনো ইলেকট্রনিক গেজেটের নির্ভরযোগ্য অনলাইন শপিং প্লাটর্ফম বঙ্গবাবা ই-কমার্স।
বঙ্গবাবা ই-কমার্সের প্রধান নির্বাহী জানান, যেকোনো জরুরি পরিস্থিতিতে শ্রমজীবী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। করোনা মহামারীর এই কঠিন সময়ে অসহায় মানুষের জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এই অনলাইন শপ থেকে গ্রাহকরা বিভিন্ন ব্র্যান্ডের শতভাগ গুনগত মানসম্পন্ন ও নিত্য প্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে কিনতে পারছে। ই-কমার্স খাতে গতানুগতকি প্রতিযোগিতার বিপরীতে গ্রাহকদের আস্থা অর্জন ও মন জয় করার লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যেতে চায় বঙ্গবাবা ই-কমার্স।