ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালিতে গ্রাহকের টাকা শতভাগ নিরাপদ বলে জানিয়েছেন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমনটা জানিয়েছেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে রাসেল জানান, এখন ইভ্যালি আর অস্বাভাবিক অফার দেয় না। এখনও কিন্ত ইভ্যালির বিক্রি ভালোই হচ্ছে এবং দিন দিন বাড়ছে। সবচেয়ে বড় নিশ্চয়তা হলো, গ্রাহকদের টাকা তাদের পণ্য হাতে পাওয়ার পূর্ব পর্যন্ত গেটওয়েতে নিরাপদ থাকে। শুধুই প্রয়োজন কিছুটা সময়। ইকমার্স পৃথিবীর বুকে সবচেয়ে লাভজনক ইন্ডাস্ট্রি, যার শুরুটা হয়তো একটু কঠিন।
গত শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে এ ইভ্যালির ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, “যারা ইতোমধ্যে অর্ডার করেছেন, তারা যদি প্রোডাক্ট না পান, তবে ক্ষতিগ্রস্তদের লায়াবিটিলি আমার একার। আগামী ৫ মাসে প্রয়োজনে আমার বাবার সবশেষ সম্পত্তিও বিক্রি করে দেবো, তাও আমি আছি, আপনাদের সঙ্গে।”
ফেসবুক স্ট্যাটাসে রাসেল জানান, আমরা পুরাতন সকল অর্ডার ডেলিভারি করে দিব। বিনিয়োগ পেলে ডেলিভারি ত্বরান্বিত হবে। মানুষ থেকে 10 টাকা নিয়ে 20 টাকা ফেরত দেওয়ার কোন স্কিম করি নাই। ইভ্যালি পণ্য কিনে উৎপাদকের থেকে। কিছু পণ্য লাভ এবং কিছু পণ্য লস হয়তো হয়। কিন্ত বর্তমানে ইভ্যালির ডিপ ডিসকাউন্ট থেকে সরে এসেছে। এছাড়াও পণ্য ডেলিভারির আগে আমরা কোন টাকা এখন আর পাই না। সুতরাং ভ্রান্ত ধারণা প্রচার করে ইভ্যালি থামানোর সুযোগ নাই।