সামগ্রিকভাবে ইভ্যালিকে খুব শীঘ্রই একটি লাভজনক প্রতিষ্ঠান ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমনটা জানিয়েছেন তিনি।
সেখানে তিনি বলেন, আমরা নিয়মিত নতুন এবং পুরাতন ডেলিভারি করছি। আশা করছি এই ডেলিভারির গতি দ্রুত বাড়বে। ইভ্যালির এতদিনের পরিশ্রম শুধুমাত্র একটি মার্কেট প্লেস তৈরি করা, যেখানে প্রচুর বিক্রেতা থেকে আমরা সঠিক মূল্যে পণ্য কিনে ক্রেতার কাছে আকর্ষণীয় মূল্যে বিক্রি করা। সামগ্রিকভাবে ইভ্যালিকে খুব শীঘ্রই একটি লাভজনক প্রতিষ্ঠান ঘোষনা করা হবে।
রাসেল বলেন, বর্তমান নীতিমালায় গ্রাহক টাকা নিরাপদ বিবেচনায় গ্রাহকেরা অল্প ডিসকাউন্টে এখন পণ্য কিনছে। পণ্য বিক্রির ভ্যারিয়েশন বৃদ্ধির মাধ্যমে আমরা আরো শক্ত অবস্থান তৈরি করব। দেশীয় কোম্পানি হিসেবে সুন্দর একটি ইকমার্স উপহার দিয়ে ইভ্যালির প্রতি আপনাদের ভালোবাসা বাড়ানো হবে।
ইভ্যালির এমডি বলেন, আমরা কথা দিচ্ছি, প্রতিজ্ঞাবদ্ব সময়ের মাঝেই আমরা সকল পুরাতন অর্ডার ডেলিভারি করব।
এর আগে মঙ্গলবার দুপুরে এক বৈঠক শেষে ইভ্যালির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সুপারিশ করবে বলে জানায় বাণিজ্য মন্ত্রণালয়। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্তকে সাধুবাদ ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোহাম্মদ রাসেল লেখেন, আমাদের যে অর্থ ঘাটতি সেটি নিতান্তই বিজনেস ডেভেলপমেন্ট পিছনে খরচ হয়েছে। যেহেতু অর্থ পাচার অথবা মানি লন্ডারিং এর কোন সম্ভাবনা নাই, অতএব বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। ওনারা জনগণের স্বার্থ চিন্তা করে সকল সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি মিডিয়ার প্রতি অনুরোধ জানিয়ে রাসেল বলেন , অপরাধ তদন্তের পূর্বে অপরাধী বলে কোন নিউজ না করতে। আমরা সব সময়ই তদন্ত কে স্বাগত জানাই।