ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের মুক্তির দাবিতে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন ইভ্যালির ভোক্তা ও সেলারেরা।
আগামীকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন এরপর গুলশান থানার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন ইভ্যালির ভোক্তারা।
ইভ্যালি অফার, হেল্প অ্যান্ড রিভিউ এবং রাসেল ভাইয়ের মুক্তি পরিষদ নামের গ্রুপে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
গ্রুপের কর্মসূচির ঘোষণায় বলা হয়েছে, আমাদের একটাই দাবি রাসেল সাহেবকে সময় দেওয়া হোক। তাকে মুক্তি দিয়ে ব্যবসা করার সুযোগ দেয়া হোক। ইভ্যালি সকল শুভানুধ্যায়ীদের এই শান্তিপূর্ণ মানববন্ধনে আসার জন্য অনুরোধ করা হলো।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ইভ্যালির সিইও মো. রাসেল এবং তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপরই তাদেরকে র্যাবের মাইক্রোবাসে করে সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।