আবারও বিনিয়োগ পেয়েছে গ্রোসারি নির্ভর ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল ডট কম। সর্বশেষ সিরিজ সি রাউন্ডে এক কোটি ইউ এস ডলার বিনিয়োগ পেয়েছে চালডাল, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮৮ কোটি সমমান।
সর্বশেষ রাউন্ডের তহবিলের নেতৃত্ব দেন ওয়াইজের সহ-প্রতিষ্ঠাতা তাভেত হিনরিকাস, টোপিয়ার প্রধান পণ্য কর্মকর্তা স্টেন তামকিভি এবং এক্সপ্লোরেশন ক্যাপিটাল।
অবকাঠামো এবং বাজার সম্প্রসারণের জন্য এই তহবিল ব্যবহার করা হবে বলে টেকক্র্যাঞ্চকে জানিয়ছেন চালডাল সিইও ওয়াসিম আলিম।
তিনি বলেছেন, ‘আগে চালডাল থেকে গ্রাহকরা সীমিত আকারে ফ্রেশ মুদি সামগ্রীর পেতেন। অনলাইনে ছাড়া তাদের একক জায়গা থেকে কেনাকাটার সুযোগ ছিল না। যদিও আমাদের নিজস্ব প্ল্যাটফর্মের সাথে আমাদের নিজস্ব ইনভেন্টরি থাকার ফলে আমরা রিয়েল-টাইম অর্ডার নিতে পেরেছি এবং স্বল্পতম সময়ে অর্ডার সরবরাহ করতে পারি।’
এখন এর ব্যাপ্তি ও প্রাপ্তি আরো বাড়বে বলে জানিয়েছেন তিনি।
দেশের প্রথম মুদি পণ্যের স্টার্টআপ হিসেবে ২০১৩ সালে যাত্রা শুরু করে চালডাল। আর রিটেইল পার্টনারের স্টোর নয়, সরাসরি নিজেদের ওয়্যারহাউজ থেকে মুদি পণ্য পরিবহনে বিশ্বের প্রথম নজির স্থাপন করে চালডাল। টেকক্র্যাঞ্চের খবর অনুযায়ী, চলতি বছরেই ১৫টি নতুন শহরে আরো ৫০টি ওয়্যারহাউস স্থাপন করতে যাচ্ছে অনলাইন গ্রোসারি স্টার্টআপটি।