ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম এর সিইও রিপন মিয়া ২ দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে থাকলেও মঙ্গলবার দিবাগত রাতে তার ফেসবুক আইডি অনলাইনে সচল দেখা গেছে।
২ দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে থাকলেও নিজের ফেসবুক আইডি চালাচ্ছেন ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের সিইও রিপন মিয়া। মঙ্গলবার রাতেও ফেসবুক মেসেঞ্জারে তার আইডি অনলাইন পাওয়া যায়। প্রতারণার অভিযোগে সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়। ৪ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত এই আদেশ দেন।
রিপন মিয়ার সাথে ফেসবুকে বন্ধুতালিকায় থাকা অনেকেই তার আইডিটি অনলাইনে দেখতে পান এবং মেসেঞ্জারে একটিভ থাকার সবুজ চিহ্ন দেখা যায় তার নামের পাশে। ভুক্তভোগী অনেক গ্রাহক তাকে অনলাইনে দেখলে ফেসবুকে শুরু হয় আলোচনা। রিমান্ডে থেকেও কিভাবে তার ফেসবুক আইডি অনলাইনে অ্যাকটিভ এ নিয়ে অনেকেই বিভিন্ন মন্তব্য করছেন।
উল্লেখ্য, পল্টন থানায় একজন গ্রাহকের ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় গ্রেফতার করা হয় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের সিইও রিপন মিয়াকে। টাকা নিয়ে পণ্য বুঝে না পাবার অভিযোগে এ মামলা করেন তিনি। পরবর্তীতে আদালতে শুনানির পর জামিন না মঞ্জুর করে ২ দিনের রিমান্ডে পাঠানো হয় রিপন মিয়াকে।
তবে তার আইডি তিনি নিজেই চালাচ্ছেন কিনা সেই বিষয় নিশ্চিত হওয়া যায়নি ।