নিরাপত্তাজনিত উদ্বেগ বাড়ায় কর্মীদের কার্যক্রমের ওপর নিয়ন্ত্রণ শিথিল এর অংশ হিসেবে ওয়্যারহাউজে স্মার্টফোন বা সেলফোন ব্যবহার বন্ধে কর্মীদের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা প্রত্যাহার করে নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেট।
১৭ ডিসেম্বরের এক ঘোষণায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কর্মীদের সেলফোন ব্যবহারের অনুমতি দিয়েছে অ্যামাজন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি তাদের ওয়্যারহাউজে সেলফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে আসছিল। কভিড-১৯ সংক্রমণের পর বিধিতে কিছুটা শিথিলতা আনে কর্তৃপক্ষ। ২০২২ সালের জানুয়ারি থেকে পুনরায় নিষেধাজ্ঞা চালুর কথা ছিল।
নতুন সিদ্ধান্তের বিষয়ে অ্যামাজন কিছু না জানালেও সংশ্লিষ্টদের ধারণা ইলিনয়েসের এডওয়ার্ডসভিলে অ্যামাজনের ওয়্যারহাউজে টর্নেডোর আঘাতে ছয়জন নিহতের ঘটনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি কভিড-১৯-এর সংক্রমণ বেড়ে যাওয়ায় ওয়্যারহাউজের কর্মীরা জরুরি যোগাযোগ ও নিরাপত্তার জন্য সেলফোন ব্যবহারের দাবি জানান।
এডওয়ার্ডসভিলে যখন টর্নেডোর তাণ্ডব চলছিল তখন অ্যামাজন এক কর্মীকে পণ্য ডেলিভারি অব্যাহত রাখতে চাপ প্রয়োগ করে। যেটি নিয়ে পরে সমালোচনা শুরু হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুনরায় নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নেয়নি প্রতিষ্ঠানটি।