বাংলাদেশের বাজারে আনঅফিসিয়াল মোবাইল হ্যান্ডসেট বিক্রি বন্ধে দীঘদিন ধরে কাজ করে যাচ্ছে সরকার । কিন্তু সরকারের চোখ কে ফাকি দিয়ে আনঅফিসিয়াল বিক্রি করে যাচ্ছে দেশে বেশি কিছু প্রতিষ্ঠান।
রাজধানীর বিভিন্ন শপিংমলে নকল ও ক্লোন করা মোবাইল সেট বিক্রি বন্ধ হলেও কোন কোন ভাবেই বিক্রি বন্ধ হচ্ছে না অনলাইন শপে । সরকারের নজর ফাকি দিতে অনলাইন শপ গুলো নিচ্ছে বিভিন্ন পন্থা ।
দেশের ই-কমার্স ভিত্তিক মার্কেট প্লেস সুখ ডটকম আনঅফিসিয়াল মোবাইল হ্যান্ডসেট বিক্রি হচ্ছে নতুন কৌশলে । প্রতিষ্ঠানটি স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজ প্রি-বুকিংয়ের মাধ্যমে অডার নিয়ে গ্রাহকের নিকট পোছানোর কাজ শুরু করেছে ।
সুখ ডটকম এর একজন গ্রাহক টেকজুমকে বলেন , স্যামসাং দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস ২২+ ১৫ তারিখ থেকে থেকে অফিসিয়াল মোবাইল হ্যান্ডসেট দেশের বাজারে গ্রাহকের হাতে পৌছানো শুরু করবে তার আগেই কিভাবে স্যামসাং গ্যালাক্সি এস২২+ গ্রাহকদের ভেলিভারি দেওয়া শুরু করলো সুখ ডটকম।
অফিসিয়াল স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজ প্রি-বুকিং চলবে মার্চ মাসের ১০ তারিখ পর্যন্ত বলে জানিয়েছে স্যামসাং বাংলাদেশ । এবং ১৫ তারিখ থেকে প্রি-বুকিং দেওয়া ফোনগুলো ডেলিভারি শুরু হবে । প্রি-বুকিং শেষে দেশের বাজারে উন্মুক্ত করা হবে ।
আনঅফিসিয়াল স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজ বিক্রির বিষয়ে সুখ ডটকম এর সাথে যোগাযোগ করা হলে তাদের থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি ।