নতুন করে শুরু করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করতে চান ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া ।
বৃহস্পতিবার রাতে কিউকমের ফেসবুক পেইজ থেকে এক ভার্চ্যুয়াল আলোচনা এ কথা জানান রিপন মিয়া।
গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের ধন্যবাদ জানিয়ে রিপন মিয়া বলেন, ধন্যবাদ জানাই, যাঁরা আমার পাশে ছিলেন, ধন্যবাদ জানাই যাঁরা কিউকম শেষ হতে দেন নাই এখন পর্যন্ত। আমরা আবার নতুনভাবে শুরু করা যায় সেটার চেষ্টা করব আমাদের সর্বোচ্চ শক্তি ও সামর্থ্য দিয়ে। যত দিন আমরা গ্রেপ্তার ছিলাম এই খারাপ সময়গুলো আমরা ওভারকাম করতে পারব।
গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে পাঁচ মাস আগে গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া জামিন পান।
গ্রাহকের টাকা ফেরত দেওয়ার আপসনামা জমা দেওয়ার পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন এই জামিন মঞ্জুর করেন।