দেশের ই-কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম ডটবিডিতে পাওয়া যাবে ওয়ালটনের পন্য। দেশীয় ইলেকট্রনিক ও অটোমোবাইল পণ্যের বাজারে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য তৈরি করে সবার আবেগ ছুঁয়েছে ওয়ালটন। দেশের বাজারে অন্যতম শীর্ষ এবং জনপ্রিয় এই ইলেকট্রনিক ব্র্যান্ডের নানান পণ্য এখন থেকে সাশ্রয়ী মূল্য এবং আকর্ষণীয় অফারে পাওয়া যাবে ইভ্যালিতে।
বৃহপ্রতিবার (২০ অক্টোবর) প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুকে পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, ওয়ালটন বাংলাদেশের একটি গর্ব। ইভ্যালি এবং ওয়ালটনের এই যাত্রায় কেনাকাটার ভিন্ন মাত্রা যোগ হবে। ধন্যবাদ ওয়ালটন!
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ক্রেতারা কী চায় তা খুবই ভালোভাবে বুঝতে সক্ষম প্রতিষ্ঠান দুটি। বিপণনেও এগিয়ে তারা। ক্রেতাদের কাছে পৌঁছানোর বিশেষ কৌশল অবলম্বন করছে প্রতিষ্ঠান দুটি। তরুণসহ সব বয়সীদের প্রয়োজনীয় পণ্য ও সেবার যোগান দিয়ে প্রতিষ্ঠান দুটি এখন শীর্ষে। দেশে মিডল অ্যান্ড অ্যাডভান্স কনজ্যুমার বাড়ছে। ফলে দুটি প্রতিষ্ঠানই তা ধরতে সক্ষম হয়েছে। ফলে সাফল্যও পেয়েছে তারা।
ওয়ালটনের প্রতিষ্ঠাকাল ১৯৭৭ হলেও প্রতিষ্ঠানটি ইলেক্ট্রনিকস ও অটোমাবাইল ব্যবসায়ে প্রবেশ করে ২০০০ সালে। বর্তমানে এটি বিলিয়ন ডলারের কোম্পানি। অন্যদিকে ইভ্যালি বাজারে এসেছে ২০১৮ সালে।