বাজারে নতুন বাজেট ফোন নিয়ে এসেছে ভিভো। যার মডেল ভিভো ওয়াই০২এস। ফোনটির বিশেষত্ব হচ্ছে, একবার ফুল চার্জে একটানা সাত ঘণ্টা গেম খেলা সম্ভব হবে। ফ্লোরাইট ব্ল্যাক এবং ভাইব্রেন্ট ব্লু এ দুটি আর্কষণীয় কালারে ডিভাইসটি পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ৫৯৯ হাজার টাকা।
ভিভোর নতুন এ ফোন রয়েছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি। একবার চার্জে সাধারণ ব্যবহারে সারাদিন সচল থাকবে।
ফোনটিতে ৬.৫১ ইঞ্চি এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে রয়েছে। পাওয়ার বাটনে রয়েছে ফিংগারপ্রিন্ট স্ক্যানার। ২.৫ ডি স্লিম বডি ডিজাইনের কারণে ফোনটিতে স্টাইলিশ লুক আছে। ফোনের ব্যাক প্যানেলে দুইটি বাম্প রয়েছে, প্রথমটি হলো ক্যামেরা এবং অপরটি এলইডি ফ্ল্যাশ লাইট।
ভিভোর এই স্মার্টফোনটিতে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে। হেলিও পি৩৫ অক্টা-কোর প্রসেসরের এই ডিভাইসে রয়েছে ১০ ওয়াট ফাস্ট চার্জার।
ফোনের সামনে এবং পেছনে উভয় ক্যামেরায় একটি করে সেন্সর ব্যবহার করা হয়েছে। ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সেলফি তুলতে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় ২.২ অ্যাপারচার ব্যবহার করা হয়েছে।
এছাড়া প্রফেশনাল ছবি তুলতে ডিভাইসটিতে রয়েছে ফেইস বিউটি এবং টাইম ল্যাপস সুবিধা।