অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইনকে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে পুন:নিয়োগ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য। দ্বিতীয় মেয়াদে ইস্টার্ন ইউনিভারসিটিতে উপাচার্য নিযুক্ত হওয়াই অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইনকে ইডিসি(ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার) থেকে ঢাকার মোহাম্মদপুর থেকে আগত ই-কমার্স উদ্যোক্তা এবং (ই ইউ ই সি) ইস্টার্ন ইউনিভার্সিটি ই-কমার্স ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় ।
আজ ১৮ মার্চ (শনিবার) বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের কক্ষে ‘ইলিউস্ত্রে প্রমেস’–এর নির্বাহী পরিচালক ফাতেমা সুলতানার উদ্যোগের কেক কাটার মাধ্যমে মুহূর্তটি উদ্যাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ব্যবসা বিভাগের সহযোগি অধ্যাপক ও ক্লাবের সম্মানিত কো-অর্ডিনেটর আবু মোঃ আব্দুল্লাহ, ক্লাবের প্রেসিডেন্ট মিফতাউল জান্নাতী সিনথিয়া, ভাইস প্রেসিডেন্ট আফনান আলম সাকিব, জয়েন্ট সেক্রেটারি মোঃ স্বাধিন কাজি , আইটি এক্সিকিউটিভ পুষ্পিতা হেলাল এবং ই-কমার্স উদ্যোক্তা মিতা পাল যুথী (স্বত্বাধিকারি, নীল মৃত্তিকা ), সরস্বতী পোদ্দার (সেতু) (স্বত্বাধিকারি মাধবী), মুনমুন ধর (স্বত্বাধিকারি সমন্বিতা ), নাজমা খাতুন (স্বত্বাধিকারি,নাজ ফ্যাশন), বর্নালী সাহা (স্বত্বাধিকারি সিল্করোট জংশন), জান্নাতুল ফেরদৌস ( স্বত্বাধিকারি জান্নাত’স কিচেন) প্রমুখ ।
এতে দেশের জি আই (জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন) পণ্য বৃদ্ধিতে পুরাণ ঢাকার সম্ভাব্য ভৌগলিক নির্দেশক পণ্য মোরগ পোলাও এর ডকুমেন্টেশন নিয়ে আলোচনা হয় এবং উক্ত কাজে ইস্টার্ন ইউনিভার্সিটি ই-কমার্স ক্লাবের সদস্য এবং ইডিসির সদস্যগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ।
উল্লেখ্য মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ইস্টার্ন ইউনিভার্সিটিতে যোগদানের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য ছিলেন। তিনি ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে ‘টেকসই উন্নয়ন’ বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং যুক্তরাজ্যের অ্যাভার্ডিন বিশ্ববিদ্যালয় থেকে কমনওয়েলথ পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন।
অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন, প্রভোস্ট, সিনেট ও সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।