ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল মোল্লা ওরফে রাসেলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ জুলাই তারিখ ধার্য করা হয়েছে। মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম জুলফিকার হায়াত এই তারিখ ধার্য করেন।
মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের জন্য প্রথম তারিখ ধার্য ছিল। কিন্তু কোনো সাক্ষী হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল তারিখ পুনর্নির্ধারণ করেন। কারাগারে থাকা আসামি রাসেলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
ডিজিটাল মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আলমগীর হোসেন নামে এক গ্রাহক ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বাড্ডা থানায় মামলাটি করেন।
এরপর এই মামলার তদন্ত শেষে গত বছরের ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন সিআইডি পুলিশের উপপরিদর্শক প্রদীপ কুমার।